ডিসেম্বর মাসের গোড়ায় কোভিড টিকাকরণ প্রক্রিয়া চালু করতে চলেছᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে আমেরিকা। রবিবার এই ঘোষণা করেছেন মার্কিন প্রশাসনের কোভিড ভ্যাক্সিন উদ্যোগের প্রধান মনসেফ স্লাউই।
সংবাদমাধ্যম সিএনএন-কে আমেরিকা সরকারের অপারেশন ওয়ার্প স্পিড প্রকল্পের মুখ্য পরামর্শদাতা স্লাউই জানিয়েছেন, টিকাকরণ কেন্দ্রে ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত ভ্যাক্সিন🌞 সরবরাহ করার অনুমোদন দিয়েছে সে দ꧃েশের খাদ্য ও ওষুধ প্রশাসন দফতর (এফডিএ)।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর, ফাইজার ও মডার্না তাদের তৈরি ভ্যাক্সিন ৯৫% কার্যকরী ঘোষণা করার পরে এই দুটি ভ্যাক্সিন অনুমোদনের উদ্দেশে ডিসেম্বরের ৮-১০ তারিখ পর্যন্ত বৈঠকে বসতে চলেছেন এফডি🥃এ-র টিকা বিশেষজ্ঞরা।
স্লাউই জানিꦆয়েছেন, অনুমোদন পাওয়ার দুই দিনের মধ্যে টিকাকরণ কেন্দ্রে উৎপাদক সংস্থা তাদের তৈরি ভ্যাক্সিন পৌঁছে দেবে বলে আশা করছেন। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে প্রয়োগের উদ্দেশে বর্তমানে চূড়ান্ত পর্বের ট্রায়ালের অন্তর্গত তাদ🐼ের তৈরি BNT162b2 ভ্যাক্সিন অনুমোদনের আবেদন এফডিএ-তে জমা দিয়েছে ফাইজার ইনকর্পোরেটিভ ও সহযোগী সংস্থা বায়োএনটেক এসই। গত শুক্রবার প্রকিশাত ভিডিয়ো বার্তায় ফাইজার-এর সিইও অ্যালবার্ট ব্যুরলা জানান, কোভিড ভ্যাক্সিন অনুমোদনের বিষয়টি আপাতত এফডিএ-র হাতে রয়েছে।
ফাইজারের তৈরি ভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয় গত ২৭জুলাই। নভেম্বরের ১৩তারিখ পর্যন্ত মোট ৪১,১৩৫জন স্বেচ্ছাসেবীকে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। একই প্রযুক্তি ব্যবহার করে কোভিড টিকা তৈরি করেছে মডার্নাও। অন্য দিকে, চলতি বছরে বিশ্বজুড়ে ৫ কোটি টিকার ডোজ উৎপাদনের আশ্বাস দিয়েছে ফাইজার। ২০২১ সালের শেষে তারা ১৩০ কোটি ডোজ উৎপাদন করবে বলেও জানিয়ে🔥ছে।