আমেরিকার মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনে বন্দুকবাজের হামলায় গত ২৫ অক্টোবরেপ রাতে মৃত𝔍্যু হয় অন্তত ১৮ জনের। এই ঘটনায় অভিযুক্ত বন্দুকবাজকে অবশেষে মৃত অবস্থায় উদ্ধার করল পুলিশ। এর আগে প্রায় দু'দিনেরও বেশি সময় ধরে অধরা ছিল সেই অভিযুক্ত বন্দুকবাজ। সেই অভিযুক্তের পরিচয় প্রকাশ করে সতর্ক থাকতে বলেছিল পুলিশ। জানা যায়, অভিযুক্ত বন্দুকবাজ মার্কিন সেনা রিজার্ভের প্রশিক্ষক হিসেবে কাজ করত। অভিযুক্তের নাম রবার্ট কার্ড। বয়স ৪০ বছর। সম্প্রতি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন কার্ড। তার খোঁজে বিগত তিনদিন ধরে টানা তল্লাশি চলছিল। অবশেষে গতরাতে রাবার্টের মৃতদেহ উদ্ধার হয়। রিপোর্ট অনুযায়ী, নিজেই নিজেকে গুলি করেছে রবার্ট।
আমেরিকার উত্তরপূর্ব উপকূলে অবস্থিত মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনে বসবাস করেন মাত্র ৩৮ হাজার মানুষ। পোর্টল্যান্ড শহর থেকে লেউইস্টন বেশ কাছেই অবস্থিত। সেই শহরেরই একাধিক জায়গায় হামলা চালায় কার্ড। রিপোর্ট অনুযায়ী, একটি স্থানীয় পানশালা, বোলিং অ্যালি এবং ওয়ালমার্টে হামলা চালায় সে। একের পর এক জায়গায় হামলা চালিয়ে বেপাত্তা হয়ে যায় কার্ড। রবার্ট কার্ড নিজেও মেইন প্রদেশেরই ব𒐪াসিন্দা বলে জানা যায়। এদিকে ঘটনার পর রবার্ট কার্ডকে ধরতে না পারায় শঙ্কা বাড়ছিল। কানাডা সীমান্তে দুই দেশের রক্ষীরাই সতর্ক থাকছিল। অবশেষে গতরাতে সেই বন্দুকবাজের মৃতদেহ উদ্ধার করা হয়। নিজের বাড়িতেই আত্মহত্যা করে রবার্ড। ওদিকে মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। চিঠিটা রবার্ট নিজের ছেলের উদ্দেশে লিখেছিব। তবে সেই চিঠি থেকে ২৫ অক্টোবরের তাণ্ডবের কারণ জানা যায়নি।
সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ২৫ তারিখ রাতে সেমিঅটোমেটিক রাইফেল নিয়ে নির্বিচারে গুলি ছুড়তে থাকে রবার্ট কার্ড। হামলাকারীর পরনে ছিল বাদামি রঙের হুডি এবং কালো প্যা✅ন্ট। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়।ও পরে রবার্ট কার্ডের বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি জারি করে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, বিগত বেশ কয়েক মাস ধরেই মানসিক ভাবে অসুস্থ ছিল রবার্ট কার্ড। সে অভিযোগ করেছিল, বিভিন্ন আওয়াজ ও কণ্ঠস্বর শুনতে পায় সে। সে নাকি ন্যাশনাল গার্ড বেসে হামলা চালানোর কথাও শুনতে পেয়েছিল সেই 'কণ্ঠস্বর' থেকে। এর আগে চলতি বছরের গ্রীষ্মে সেই মানসিক চিকিৎসার জন্যে হাসপাতালে ভরতি হয়েছিল। গার্হস্থ্য হিংসা সহ একাধিক মামলায় বহুবার জেলে গিয়েছে কার্ড। তবে ২৫ তারিখ রাতে বন্দুক হাতে শহর জুড়ে রবার্ট কেন তাণ্ডব চালিয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।