প্রচার রথে ছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও তাঁর জোটসঙ্গী জয়ন্ত চৌধুরী। অপরদিকে হুডখোলা গাড়িতে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রাস্তায় এই হেভিওয়েট নেতারা একে অপরের সামনে পড়তেই একে অপরের দিকে নাড়লেন হাত। হাতজোড় করে প্রণামও করলেন দূর থেকে। এহেন সৌজন্য 💖বিনিময় অনেক সময়ই দেখা যায়। তবে প্রচারের ময়দানে এভাবে বিপক্ষ দলের দুই হেভিওয়েটꦆ নেতার মখোমুখি হওয়ার ঘটনা ঠিক মনে নাও পড়তে পারে দেশবাসীর।
গতকাল উত্তরপ্রদেশের বুলন্দশহরে প্রচারে নেমেছিললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ-জয়ন্ত জুটি। হেভিওয়েট এই দু༺ই নেতা যখন রাস্তꦇা দিয়ে প্রচারে নেমেছেন, তখন একে অপরের রুট জানবেন, এটাই স্বাবাভিক। এই আবহে অখিলেশ-প্রিয়াঙ্কার গাড়ি মুখোমুখি হতেই রাস্তায় থাকা দুই দলের সমর্থকরা মিশে একাকার হয়ে যায়। আর প্রিয়াঙ্কা ও অখিলেশের সৌজন্য বিনিময়ের মধ্যেও দেখা গিয়েছিল যথেষ্ট আন্তরিকতা। এই আবহে ফের একবার জোট জল্পনার পালে হাওয়া লেগেছে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে।
শুধু প্রচারে হাত নাড়িয়ে অভিবাদনেই সীমিত ছিল না অখিলেশ-প্রিয়াঙ্কার এই সৌজন্য বিনিময়। পড়ে একে অপরকে ট্যাগ করে টুইটও করেন দুই নেতা। অখিলেশ প্রি♐য়াঙ্কাকে ট্যাগ করে লেখেন, ‘এক দুয়া সালাম তেহজীব কে নাম।’ (শুভেচ্ছা এবং সৌজন্য বার্তা) এর জবাবে জয়ন্ত চৌধুরী ও অখিলেশকে ট্যাগ করে প্রিয়াঙ্কা টুইট করেন, ‘হামারি ভি আপকো রাম রাম (আপনাকেও আমার শ♔ুভেচ্ছা)।’