উত্তরপ্রদেশের সুলতানপুরে এক মুচির দোকানে গিয়ে কথা বলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে লোকসভার বিরোধী দলনেতা প্রায় ৩০ মিনিট সময় কাটান। জুতো সেলাইয়ে হাত লাগান। আর তার সঙ্গে কথা বলেন ওই মুচির সঙ্গে। তাঁর দৈনন্দিন জীবনের লড়াইয়ের কথা শোনেন মুচির মুখ থেকে। এবার সেই মুচি তথা চর্মকারের কাছে পৌঁছে দিলেন উপহার। রায়বরেলীর সাংসদ রাহুল গান্ধী নতুন একটি সেলাই মেশিন কিনে পাঠালেন সেই চর্মক༒ারের কাছে। শনিবার সেই মেশিন পৌঁছে গিয়েছে চর্মকার রাম চেতের কাছে। একদিন আগেই কথা বলেছিলেন। আর তার পরদিনই এমন উপহার পাবেন ভাবেননি রাম চেত।
এখন তা হাতে পেয়ে চোখে জল নেম꧟ে এসেছে সুলতানপুরের ওই চর্মকারের। নতুন সেলাই মেশিন পাঠিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। এই উপহার পেয়ে রীতিমতো খুশি ওই মুচি তথা চর্মকারের পরিবার। গত ২৬ জুলাই উত্তরপ্রদেশে এসেছিলেন রাহুল গান্ধী। পথে এক চর্মকারের দোকানে দাঁড়িয়ে যায় তাঁর কনভয়। প্রায় আধ ঘণ্টা সেখানেই ছিলেন রাহুল গান্ধী। সময় কাটান ওই চর্মকারের সঙ্গে। পরে ওই চর্মকার সংবাদমাধ্যমে জানান, তিনি রাহুল গান্ধীকে নিজের সমস্যা ও আর্থিক অনটনের কথা জানিয়েছেন। আর শনিবারই মিলল রাহুলের উপহার। এই বিষয়ে প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস মুখপাত্র অংশু অবস্থি।
এই ঘটনার কথা এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস মুখপাত্র অংশু অবস্থি। সেখানে তিনি প্রশংসা করে লেখেন, ‘জননায়ক রাহুল গান্ধী গতকাল এক মুচি তথা চর্মকারের সঙ্গে মিলিত হন। তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে যন্ত্রণার কথা অনুভব করেন। আর আজ রাহুল গান্ধী ওই মুচির পরিবারের কাছে সেলাই মেশিন পাঠিয়ে দিয়েছেন। যা দিয়ে ভবিষ্যতে তাঁর কাজ করতে সুবিধা হবে। আমি জননায়ক রাহুল গান্ধীর জন্য গর্বিত।’ যে মুচিকে রাহুল গান্ধী নতুন মেশিন দিয়েছেন তিনি জানান, 🍰এই উপহার প্রমাণ করল রাহুল গান্ধী মানুষের পাশে থেকে তাঁদের সহযোগিতা করতে চান। একজন দেশে𝔉র নেতার এটাই বড় গুণ।
আরও পড়ুন: ‘অভি🌼ষেক কিন্তু কাঁচি দিয়ে♑ লেজ কুচ করে কেটে দেবেন’, সতর্কবার্তা দিলেন তৃণমূল বিধায়ক
এই সেলাই মেশিন পেয়ে অত্যন্ꦜত আনন্দিত চর্মকার রাম চেত। এতে তাঁর কাজের অনেক সুবিধা হবে বলে জানান তিনি। চর্মকার রাম চেতের কথায়, ‘আমি তাঁকে বলেছিলাম আমার জুতো সেলাইয়ের কাহিনী। তিনি আমার 🌄দারিদ্র দেখেছেন এবং অনুভব করেছেন। এবার এই সেলাই মেশিন পাঠিয়ে আমার খুব উপকার করলেন তিনি। আমি এক অথবা দু’জোড়া জুতো সারাদিনে সেলাই করতে পারতাম। এখন আমি এই সেলাই মেশিন পেয়ে দিনে ৮–১০ জোড়া জুতো সেলাই করতে পারব।’