মাত্র একদিনেই নয়ডা-সহ আশপাশের এলাকায় বায়ু দূষণের মাত্র𒅌া একলাফে বেড়ে হল দ্বিগুন। আর তার জন্য প্রতিবেশী রাষ্ট্র পাকিস্🌌তানকে দায়ী করলেন সংশ্লিষ্ট আধিকারিকরা!
ঘটনা ঠিক কী?
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আতসবাজির উৎসব দীপাবলির ঠিক আগে, রবিবার নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদে বায়ুর গুণমওান সূচক (একিউআই) পৌঁছে যায় ৩০৪-এ! অথচ, একদিন আগেও এই সূচক ছিল ১৬৯-এ।
যার জেরে রবিবার এই এলাকার বায়ু দূষ🥂ণের মাত্রা 'অত্যন্ত খারাপ' হিসাবে চিহ্নিত করা হয় এবং তা স্বাস্থ্যের পক্ষে যে অত্যন্ত ক্ষতিকর তাও জানানো 🍌হয়।
প্রসঙ্গত, চলতি মরশুমে এই প্রথম এনসিআর (জাতীয় রাজধানী অঞ্চল)-এর আওতাধীন তিনটি শহরে🅺ই বায়ু গুণগত মান এতটা নীচে নেমে গেল। যাꦺ নিয়ে উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের। কারণ, দীপাবলি বা দিওয়ালিতে যখন আতসবাজির রোশনাইয়ে চারপাশ উজ্জ্বল হয়ে উঠবে, তখন এই পরিস্থিতি আরও খারাপ হবে।
বায়ুর গুণমান কত থাকলে তা স্বাস্থ্যকর?
একিউআই শূন্য থেকে ৫🍬০-এর মধ্যে থাকলে, তাকে গুণমানের বিচারে 'ভালো' বলা হয়। তা ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে 'সন্তোষজনক' হিসাবে বিবেচিত হয়।
একিউআই যখন ১০১ থেকে ২০০-এ❀র মধ্যে থাকে, তখন তাকে বলা হয় 'মাঝারি'। এই সূচক আরও বেড়ে ২০১ থেকে ৩০০-এর মধ্যে পৌঁছে গেলে, তা হয়ে যায় 'খারাপ'। আর, যদি এই সূচক ৩০১ থেকে ৪০০-এর মধ্যে অবস্থান করে, তাহলে সেই স্থানে ব🅠ায়ুর গুণমান হবে 'অত্যন্ত খারাপ'।
এরপরও যদি সূচ🔜কের বৃদ্ধি অ💧ব্যাহত থাকে এবং তা ৪০১ থেকে ৫০০-এর মধ্যে ঘোরাফেরা করে, তাহলে সেই বায়ুতে দূষণের মাত্রা 'ভয়ঙ্কর' বলে বিবেচিত হবে।
একদিনে বায়ুর গুণমানের এই পতনের জন্য পাকিস্তানকে দোষারোপ!
গ্রেটার নয়ꩲডায় অবস্থিত উত্তরপ্রদেশ দ🍰ূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক উচ্চপদস্থ কর্তা ডি কে গুপ্তা এই পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায়ী করেছেন।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিব꧃েদনে গুপ্তাকে উদ্ধৃত করে লেখা হয়েছে, 'এবছর এই প্রথম একই দিনে নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদ - এই তিন শহরেই বায়ু দূষণের মাত্রা অত্যন্ত খারাপ বলে চিহ্নিত হল। এর জন্য আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান দায়ী। ওরা অনেক বেশি পরিমাণে খড় পোড়াচ্ছে আর সীমান্ত পার করে দূꦅষিত ধোঁয়া এখানে পাঠাচ্ছে।'
সংশ্লিষ্ট আধিকারিকদের আরও অভিযোগ, যেহেতু বায়ুপ্রবাহ সবসময় অনুকূল থাকছে🤪 না, ফলে ওই দূষিত ধোঁয়া এই এল🐈াকা থেকে দূর করা যাচ্ছে না।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সংশ্লিষ্ট এলাকায় বায়ুপ্রবাহ একেবারে স্তব্ধ হয়ে যাওয়ায় পরিবেশে দৃশ্যমানতা 𒀰একেবারে তলানিতে এসে ঠেকছে। পালাম ও সফদরগঞ্জে তার পাল্লা যথাক্রমে - ১,০০০ মিটার এবং ১,৫০০ মিটার।
পাশাপাশি, ওই সমস্ত এলাকা꧃য় বায়ুর গুণমান সূচক 'ভয়ঙ্কর' স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে বলেও দাবি করা হচ্ছে।
অন্যদিকে, রাজধানী দিল্লিতে বায়ু দূষণের মাত্রা রবিবারের তুলনায় সোমবার কিছুটা কমলেও এদিনও তা 'অত্য📖ন্ত খারাপ🌺' স্তরেই ছিল।