গতকালই মহিষের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্দে ভারত ট্রেন। এই ঘটনায় ♔এবার সেই মহিষের মালিকদের বিরুদ্ধে এফআইআর করা হল। পশ্চিম রেলের সিনিয়র মুখপাত্র (আমদাবাদ বিভাগ) জিতেন্দ্র কুমার জয়ন্ত বলেন, ‘আমদাবাদের ভাটভা এবং মণিনগর রেলওয়ে স্টেশনের মধ্যে বন্দে ভারত ট্রেনের পথে আসা মহিষগুলির অজ্ঞাত মালিকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে আরপিএফ।’
উল্লেখ্য, বৃহস্পতিবার আমদাবাদের কাছে মহিষের পালের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছিল মুম্বই-গান্ধীনগর রুটের বন্দে ভারত এক্সপ্রেস। এরপরই ভাইরাল হয়ে গিয়েছিল ভাঙা বন্দে ভারতের ছবি। তবে ট্রেনের সেই ভাঙা নাক কিছুক্ষণের💖 ‘অপারেশনে’ মেরামত করা হয়। বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটা নাগাদ অমদাবাদের কাছে বাতওয়া এবং মণিনগর স্টেশনের মাঝে মহিষের পালের সঙ্গে ধাক্কা খায় বন্দে ভারত ট্রেন। এরপরই সামনের দিকে ইঞ্জিনের কিছু অংশ ভেঙে যায়। এরপরে রেল লাইন পরিষ্কার করার পরে গান্ধীনগরে চলে যায় সেই ট্রেন। রেলের তরফে জানানো হয়, বৃহস্পতিবারের দুর্ঘটনায় বড় কোনও ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার যে ছবি ভাইরাল হয় তাতে দেখা যায়, ট্রেনের সামনের একটি অংশ খুলে এসেছে।
এদিকে এই দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই বন্দে ভারত ট্রেনটি মেরামত করা হল। রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত ট্রেনের ‘নাক’ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে সংঘর্ষের কারণে ট্রেনের গুরুত𝓡্বপূর্ণ কোনও অংশ ক্ষতিগ্রস্ত না হয়। পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সুমিত ঠাকুর বলেন, ‘গবাদিপশুর আঘাতে ট্রেনের সামনের কোচের নাকের মাউন্টিং ব্র্যাকেট ক্ষতিগ্রস্থ হয়েছিল। তবে, ট্রেনের গুরুত্বপূর্ণ কোনও যন্ত্রাংশ এর জেরে ক্ষতিগ্রস্ত হয়নি। ট্রেনের ক্ষতিগ্রস্ত নাকটি মুম্বই সেন্ট্রালের কোচ কেয়ার সেন্টারে মেরামত করা হয়েছে।’