মধ্যরাতের নয়ডা। একা একা রাস্তায় দৌড়চ্ছে এক যুবক। এমনই এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। পরিচালক বিনোদ কাপ্রি, ওই যুবকের ভিডিয়োটি শেয়ার করেছেন সোশ🐈্যাল মিডিয়ায়। বছর ১৯-এর প্রদীপ মেহরার গল্প তুলে ধরেছেন তিনি।
ব🎐িনোদ জানান, প্রায়শই রাতে🎃 এই ছেলেটিকে দৌড়ে বাড়ি ফিরতে দেখেন তিনি। উত্সুক হয়ে তাঁকে রাইডও অফার করেন তিনি। কিন্তু তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই যুবক।
কিন্তু রোজ রাতে দৌড়ে ফেরার পেছনে কারণ কী?
এর উত্তরে ওই যুবক যা বললেন, তাতে আবেগে আপ্লুত সকলে। যুবক জানান, সেনাবাহিনীতে যোগ দিতে চান তিনি। কিন্তু তাঁর আলাদা করে প্রশিক্ষণের সময় নেই। সেই কারণেই ড♕িউটির শেষে বাড়ি ফেরার সময়টাই কাজে ল꧙াগান। প্রায় ১০ কিলোমিটার দৌড়ে রোজ রাতে বাড়ি ফেরেন। ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয় কাজ করেন তিনি।
ত🅺াঁর উত্তরে আবেগতাড়িত হয়ে যান পরিচালকও। তাঁকে শুভেচ্𒁏ছা জানান। যুবককে বলেন, এত পরিশ্রমের ফল তুমি পাবে। তুমি তোমার লক্ষ্যে জয়ী হও।
একই কথা বলছেন নেটিজেনরাও। অনেকেই বলছেন, ভারতীয় সেনায় কেমন দৃঢ় মানসিকতার যুবক-যুবতীরা যোগ দেন, তার সবচেয়ে বড় প্রমাণ এটি। বলাই বাহুল্য, সেনাবাহিনীতে জওয়ান হিসেবে যোগদানের সবচেয়ে বড় মাপকাঠি হল শারীরিক ফিটনেস। আর সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ হল দ্রুত গতিতে লম্বা দূরত্ব দৌড়। তার জন্যই প্রশিক্ষণ ꦉনিচ্ছেন ওই যুবক। সময়ের অভাবকে কখনও বাধা হয়ে উঠতে দেননি তিনি। ইচ্ছা থাকলেই উপায় হয়, বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।