প্রিয়জনকে হারানোর বেদনা ভাষায় ব্যক্ত ꦺকরা যায় না। জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। ভারতে, কোনও হিন্দু ব্যক্তির মৃত্যুর পর তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। এর জন্য সাধারণত বিভিন্ন আচার-অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। কিছু ক্ষেত্রে একটি স্মরণ সভা এবং সেখানে যোগ দেওয়া সকলের জন্য আহারের আয়োজন করা হয়।
কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানে যদি নাচ-গান শুরু হয়ে যায়? তাও আবার যেমন-তꦕেমন নাচ নয়, রীতিমতো বেলি ডান্স! সলমন খানের সিনেমার আইটেম সংয়েই স্টেজ🐲ে চলল নাচ। পেছনে মৃত ব্যক্তির ছবি। সামনে বসে আমন্ত্রিতরা।
🎀কি? কল্পনা করতে কষ্ট হচ্ছে? আসলে এমনটাই ঘটেছে এক স্মরণসভায়। সেখানে বন্ধু এবং আত্মীয়রা পরলোকগতকে স্মরণ করে এমন আয়োজন করেছেন। শ্রদ্ধা সভার এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়ো দেখে ঘাবড়ে গিয়েছেন নেটিজেনরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন বেলি ড্যান্সার অন্ত্যেষ্টিক্রিয়ায় সলমন খানের ওয়ান্টেড সিনেমার গানে পারফর্ম করছেন।
মঞ্চে একজন বয়স্ক পুরুꦐষ এবং মহিলার ছবি দেখা যাচ্ছে। তার থেকে এটা স্পষ্ট যে এটি তাঁদেরই একজনের জন্য আয়োজিত শ্রদ্ধা সভা। নৃত্যশিল্পী 'লে লে মাজা লে' গানে বেলিডান্স করছেন। এদিকে একজন ভিডিয়োগ্রাফারও খুব মনযোগ সহকারে নাচের শুটিং করছেন। ভিডিয়োটি ইনস্টাগ্রামের বেশ কয়েকটি মিম পেজে শেয়ার করা হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো:
ভিডিয়োটি 📖ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এটি অসম্মানজনক বলে অভিহিত করেছেন। আবার অনেকে এটা নিয়ে বেশ মজাও করেছেন। অনেকে বলছেন, এটཧাই হয় তো দাদুর জীবনের 'শেষ ইচ্ছা' ছিল।