বিয়ের আনন্দ। আর তার উদযাপনে শূন্যে গুলি। আরও একবার এই বিপজ্জনক রীতি ভাইরাল হল সোশ্যাল মিꦛডিয়ায়। অপরিপক্ক হাতে গ🍎ুলি ছুড়তে দেখা গেল এক কনেকে। বিয়েবাড়ির আসরে সেই ভিডিয়োও করলেন এক অতিথি।
উত্তর-মধ্য ভারতের বিয়েবাড়িতে এটা অবশ্য নতুন কিছু নয়। সেখানে প্রায়শই বিয়েবাড়িতে বর-কনেকে এভাবে শূন্যে গুলি ছুড়ে উদযাপন করতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, সিনেমা, ভিডিয়োতে দেখে বন্দুক চালানো সহজ মনে হতে পারে। তাছাড়া গুলি ছোড়ার মধ্যে একটা শক্তিশা꧑লী ভাব আছে বলে অনেকে মনে করেন। কিন্তু আদতে বন্দুক চালানো মোটেও সহজ নয়।
বন্দুক অপারেট করার জন্য রীতিমতো প্র🔴শিক্ষণের প্রয়োজন নয়। প্রয়োজন নিয়মিত অভ্যেসেরও। তাছাড়া বন্দুক ব্যবহারের প্রথম নিয়মই হল, কাউকে গুলি করার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত, তা কারও দিকে যেন অজান্তে তাক না হয়ে যায়। বন্দুকের সেফট🌃ি অন করা থাকলেও তা করা যায় না। যে কোনও সময়ে হতে পারে বিপদ।
বন্দুক লাইসেন্সড🐓 হলেও বিনা কারণে তা চালানো বেআইনি। সেই ক্ষমতা পুলিশ, সেনাকর্মীদেরও থাকে না। কিন্তু উত্তর-মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে এটা প্রায় জলভাত। ঘটে দুর্ঘটনাও।
যদিও সম্প্রতি এ বিষয়ে সতর্ক হয়েছে প্রশাসন। উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন এমন ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ নিচ্ছে। তবুও এ🍸খনও যে সাধারণ মানুষ, প্রভাবশালীরা সচেতন নন, তার প্রমাণ মিলল এই ভিডিয়োয়।