বর্ষাকালে আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানি দেখে শিউরে ওঠেন অ꧃নেকেই। ভয়াবহ শক্তি বিদ্যুতের এই ঝলকানির। এবার সেই ভয়াবহতার ছবিই মোবাইলবন্দি করেছেন এক মহিলা। ফ্লোরিডায় তোলা হয়েছে সেই ভিডিয়ো। আর সেই ভিডিয়োর ছবি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আঁতকে উঠছেন অনেকেই।
ওই মহিলা আগে থেকে আটঘাঁট বেঁধে ভিডিয়ো তুলেছেন এমনটা নয়। আকাশে কালো মেঘ। সেই সময় রাস্তার ভিডিয়ো তুলছিলেন তিনি। সেই ক্যামেরায় ধরা পড়েছে বিদ্যুতের ঝলকানির হাড়হিম করা ভিডিয়ো। ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি গাড়ির ভেতর থেকে ভিডিয়ো তোলা হচ্ছে। বৃষ্টি পড়ছে বাইরে। সেকারনে গাড়ির কাঁচের উপর ওয়াইপার গিয়ে জল মোছা হচ্ছে। এমন সময় বাইরে বিদ্যুতের ঝলকানি। আর সেই বজ্র বিদ্যুতের তীব্রতা এতটাই যে সামনের একটি ট্রাকে মুহূর্তে আগুন ধরে যায়। কালো ধোঁয়𝓰ায় ঢেকে যায় চারদিক। কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।
নিউজ রিপো🐈র্ট অনুসারে জানা গিয়েছে, ওই চারচাকা গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা কেউই জখম হননি। আর যে ট্রাকের উপর বাজ পড়ে সেটি ওই মহিলার স্বামী। এডওয়ার্ড হোয়ালেন নামে ওই ব্যক্তি জানিয়েছেন, ওই ট্রাকটি পুরো জ্বলে গিয়েছে। স্ত্রীর সামনেই দাউ দাউ করে জ্বলে গিয়েছে স্বামীর ট্রাক। তবে ঘটন⛄ার আকষ্মিকতায় কিছুটা হলেও আতঙ্কিত ওই মহিলা।