আর ক’দিন বাদেই ভ্যালেনটাইনস ডে। তার আগের দিন, মানে ১৩ ফেব্রু🧔য়ারি কিস ডে বা চুমু দিবস। সেই দিন তো চুমু নিয়ে যা যা চর্চা হওয়ার, তা হবেই, কিন্তু তার আগেই আলোচনায় চলে এল চুমু। এবং সেটিও রাজনৈতিক কারণে। ঘটনাস্থল আমেরিকার ক্যাপিটল হিল। আর পাত্র💧-পাত্রীরা হলেন ডাগ এমফ এবং জিল বাইডেন। প্রখম জন হলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বর এবং দ্বিতীয় জন প্রেসিডেন্টের স্ত্রী।
কী ঘটেছে ঘটনাটি? মঙ্গ🍒লবার আমেরিকার ক্যাপিটল হিলে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। ‘স্টেট অব দ্য ইউনিয়ন’কে উদ্দেশ্য করে এই ভাষণ। এটি ♈তাঁর প্রেসিডেন্ট থাকাকালীন দ্বিতীয় ভাষণ। ঠিক তার আঘেই ঘটে যায় ঘটনাটি।
আমেরিকার ফার্স্ট লেডি অর্থাৎ জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন উঠে এগিয়ে যাচ্ছিলেন পোডিয়ামের ༒দিকে। আর সেই পথেই দাঁড়িয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বর ডাগ এমফ। শুভেচ্ছা বিনিময়ের মতো করেই জিল এগিয়ে যান ডাগের দিকে। এবং তাঁকে চুম্বন করেন। সঙ্গে সঙ্গে সেই ভিডিয়ো ভাইরাল।
কেন এই চুমু নিয়ে এত চর্চা? সাধারণত সৌজন্যমূলক চুমু হয় গালে, কিন্তু এক্ষেত্রে একেবারে ঠোঁটেই চুমু বসিয়েছেন তাঁরা। আর সেই কারণেই এই চর্চা। মুহূর্তে এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে 💧সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন, বিষয়টি ‘কেমন যেন’। কেউ কেউ বলেছেন, এত বড় মঞ্চে এই ধরনের আচরণের সময়ে সতর্ক থাকা উচিত, না হলে তা ভুল বার্তা বহন করতে পারে।
তবে সকলেই যে বিষয়টির সমালোচনা করেছেন, তেমনও নয়। কেউ কেউ বলেছেন, এর মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। এটিও একেবারেই সৌজন্যমূলক চুমু। এটি নিয়ে অত ༒চর্চা হওয়ার মতোও কিছু নেই। বিষয়টিকে হালকা ভাবেই নেওয়া উচিত।