মর্মান্তিক এবং একই সঙ্গে এক ভয়ঙ্কর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে গিয়েছে। এক রাশিয়ানকে তাঁর পরিবারের সকলের সামনে মেরে খেয়ে নিয়েছে একটি হাঙর। ঘটনাটি ঘটেছে লোহিত সাগর সংলগ🐽্ন মিশরের হুরাগাদাܫ শহরে।
রাশিয়ার দূতাবাস সূত্রে জানা গিয়ে✅ছে, এই ব্যক্তির নাম ভ্লাদিমির পোপোভ। পরিবারের সঙ্গে তিনি হুরাগাদা শহরে ঘুরতে গিয়েছিলেন। দলে ছিলেন তাঁর বাবাও। সেই সময়ে তাঁরা লোহিত সাগরে সাঁতার কাটতে যান। সাঁতার কাটতে কাটতে অনেক দূর পর্যন্ত চলে যান ভ্লাদিমির। আর সেখানেই ঘটে এই ঘটনা।
গোটা ঘচনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, ভ্লাদিমির পাড় থেকে অনেক দূরে সাঁতার কাটছেন। স🍨েই সময়েই একটি হাঙর তাঁকে আক্রমণ করে। সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকেন ভ্লাদিমির। কিন্🔥তু তিনি পাড় থেকে এত দূরে ছিলেন তিনি যে সাহায্য পৌঁছোতে অনেক দেরি হয়ে যায়। আর তার মধ্যেই ঘটে যায় অঘটন। ঘুরে ফিরে বহু বার তাঁকে আক্রমণ করে হাঙরটি। আর শেষ পর্যন্ত সেখানেই মারা যান এই ব্যক্তি।
যখন সব কিছু শেষ হয়ে গিয়েছে, তখন সেখানে পৌঁছোয় নৌকা। কিন্তু তত ক্ষণে আর কিছুই করার নেই। এর পরে হাঙরটিকে মেরে ফেলা হয়। এবং তাকে ডাঙায় নিয়ে আস🔜া হয়। ভ্লাদিমিরের দেবাবশেষ পরিবা🌄রের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
এর পরে আগামী দু’দিনের জন্য জলে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। তবে এটিই যে প্রথম বার এমন ঘটনা ঘটল, তাও নয়। এ🐻র আরে ২০২২ সালে এই এলাকায় দুই মহিলাকে আক্রমণ করে হাঙর। তাঁরাও প্রাণ হারান। স্থানীয়দের অভিযোগ, গভীর সমুদ্রের দিকে যাতে পর্যটকরা চলে না যান, সে নিয়ে কোনও উদ্যোগই নেয়নি প্রশাসন। তার ফলে এই ধরনের দুর্ঘটনা বার বার ঘটছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বা♔ংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক