ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। তবে কি এবার জামাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন শ্বশুর তথা ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা এনআর নারায়ণা মূর্তি ও তাঁর স্ত্রী তথা লেখিকা, শিক্ষাবিদ সুধা মূর্তি? মানিকন্ট্রোলের কাছে তাঁরা এনিয়ে ইঙ্গিত দিয়েছেন। ১০ নম্বর ডাউনিং ♒স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁরা যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন কি না সেব্যাপারেও তাঁরা ইঙ্গিত দিয়েছেন।
তাঁরা জানিয়েছেন, আসলে নাতনিদের সঙ্গে দেখা ꦏকরার খুব ইচ্ছে। তবে আপনারা কি জামাইয়ের বাড়িতে যাবেন? তিনি জানিয়েছেন, ওরাও এখানে আসতে পারে। যা হোক একটা হতে পারে।
সুধা মূর্তি জানিয়🐈েছেন, নাতনিদের দেখা💟র খুব ইচ্ছা হচ্ছে।
নারায়ণা মূর্তি জা🃏নিয়েছেন, বেঙ্গালুরু থেকে কিছুদিন বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে এক্ষেত্রে তিনি জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে কিছুদিনের জন্য মাইসোরে যাব। আলাদা কিছু নয় ব্যাপারটা।
অন্য প্রসঙ্গে তিনি জানিয়ে🍨ছেন, রাজ্য ও কেন্দ্রীয় স্তরে এমন সরকারকে দেখে যেতে চাই যারা প্রত্যন্ত এলাকায় সবথে♊কে গরীব শিশুর জন্য় ভালো কিছু করবে।
সুধা মূর🍰্তি জানিয়েছেন, বাচ্চাদের জন্য় বই লেখার কাজটা চালিয়ে 𝐆যাব।
তিনি জানিয়েছেন, যেভাবে ভগব🎀ান আমাদের দিয়েছেন তা স্বীকার করছি। এই সময়টাকে ভীষণ উপভোগ করছি। ২০২৩ সালে বাচ্চাদের💞 জন্য কিছু ছোট গল্প লেখার পরিকল্পনা রয়েছে।
স্ত্রী আকাঙ্খা মূর্তি, তাঁদের দুই কন্য়া কৃষ্ণা ও অনুষ্কাকে নিয়ে আপাতত ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িতেই থাকেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তবে কি মেয়ে, জামাই, নাতনিদের কাছে যেতে পারেন ইনফো💙সিসের কো ফাউন্ডার নাকি তাঁরাই আসবেন ভারতে? উত্তরটা লেখা আছে সময়ের খাতায়।