ম্যাটে নেমে কাবাডি খেললেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় মন্ত্রীর কবাডি খেলার সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, প্রহ্লাদ যোশী খালি পায়ে ম্যাটে নেমে কবাডি খেলছেন। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শুক্রবার কর্ণাটকের হুবলি জেলায় একটি কবাডি টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই ম্যাটে নেমে কবাডি খেলেন বিজেপির বর্ষীয়ান এই নেতা। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কবাডি খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের পর প্রহ্লাদ যোশী খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় মগ্ন হন। এছাড়াও অনুষ্ঠানের আগে মঞ্চে দাঁড়িয়ে একটি গানও গাইতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। (আরও পড়ুন: 'রামমন্দিরের প্রসাদ' বিকোꦬচ্ছ⛄ে অ্যামাজনে! এতেই বিপাকে পড়ল ই-কমার্স সংস্থা)
আরও পড়ুন: 'মমতার অনুপ্রেরণায়' কলকাতা পুরসভার নাম বদলের দাবি কাউন্সিলরের,𝐆 কী বললে📖ন ফিরহাদ?
উল্লেখ্য, স্থানীয় স্তরে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত প্রতিভাদের সামনে তুলে আনতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিগত কয়েক বছরে। কেন্দ্রীয় সরকারের সেই প্রচেষ্টার অংশ হিসেবেই হুবলি জেলার নবলগুন্ড নির্বাচনী এলাকায় এ কবাডি ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচের আগে প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। তিনি বলেন, স্থানীয় ক্রীড়া প্রতিভাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনেই সেই কবাডি উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারওয়াড় জেলা অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিধানসভা স্তরে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিধানসভা স্তরের ইভেন্টগুলির পরে, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে চারটি সেরা দল লোকসভা স্তরের টুর্নামেন্টে অংশ নেবে। (আরও পড়ুন: ফের আমরণ অনশন, ডিএ-র দাবিতে ২৯ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ⛦হুঁশিয়ারি মঞ্চের)
এদিকে বিধানসভা স্তরের প্রতিযোগিতায় বিজয়ীরা ৪০ হাজার টাকা নগদ পুরস্কার পাবে এবং একটি ট্রফি পাবে। এছাড়া রানার্স আপ ২০ হাজার টাকা পাবে। আর তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারীরা ১০ হাজার টাকা করে পাবে। এছাড়াও, বিভিন্ন বিভাগে পৃথক নগদ পুরস্কারও থাকবে। লোকসভা স্তরের প্রতিযোগিতায় জয়ী দলটি নগদ ১ লক্ষ টাকা এবং একটি ট্রফি পাবে। রানার আপ পাবে ৬০ হাজার টাকা। তৃতীয় এবং চতুর্থ পুরস্কার ꦫবিজয়ী দলগুলি ৩০ হাজার টাকা করে পাবে। এদিকে পুরুষ দলগুলি বিধানসভা স্তর এবং লোকসভা স্তরের টুর্নামেন্ট খেলবে, মহিলা দলগুলি সরাসরি লোকসভা স্তরের টুর্নামেন্ট খেলবে।