AB ও B গ্রুপের রꦜক্ত যাঁদের, তাঁদের করোনা হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি। দি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের♋ (CSIR) একটি গবেষণাপত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে।
কোন ব্লাড গ্রুপে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম?
সিএসআইআর-এর গবেষণা পত্রে বলা হয়েছে যে o✅ গ্রুপের রক্ত থাকলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম।
o গ্রুপের রক্ত যাঁদের, তাঁরা আক্রান👍্ত হলেও মৃদু উপ🐻সর্গ থাকবে বলে জানিয়েছেন গবেষকরা।
কীভাবে এই গবেষণার পর্যবেক্ষণ হল?
এ বিষয়ে গবেষণার জন্য সারা দে𝕴শে সেরো সার💝্ভে করেছে CSIR । মোট ১০ হাজারেরও বেশি করোনা আক্রান্তের নমুনা এর জন্য সংগ্রহ করা হয়।
এই গবেষণায় যুক্ত ছিলেন ১৪০ জন চিকিত্সক। গবেষণায় দেখা যায়, করোনা আক্রান্তদের সিংহভাগেরই AB গ্রুপের রক্ত। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে B গ্রুপের র🌞ক্ত আছে এমন ব্যক্তিরা।
অন্যদিকে দেখা যায় O গ্রুপের ক🌠রোনা আক্রান্তদের সংখ্যা সব🌠চেয়ে কম।
নিরামিষ খেলে সংক্রমণের সম্ভাবনা কম?
CSIR-এর এই গবেষণাপ✱ত্রে আরও বলা হয়েছে যে, যাঁরা নিরামিষ খান, তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে🌌 কম।
কিন্তু, এর পেছনে🌌ও🅷 অন্য যুক্তি রয়েছে। নিরামিষাশী যাঁরা নিয়মিত শাক-সবজি, ফল, দুধ খান তাঁদের ভিটামিন গ্রহণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। ফলে, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি।
কোভিড পরবর্তী সময়ে নি꧂রামিষ খাবারের সংখ্যা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে গবেষণাপত্রে।