পাকিস্তানে ফিরে যেতে চেয়ে টিকিট বুকিং 🌊করতে চেষ্টা করছিল ১৬ বছরের পাকিস্তানি কিশোরী। তবে বিমানবন্দরে সে পেশ করতে পারেনি পাসপোর্ট ও ভিসা। ভাবগতিক সন্দেহজনক দেখেই তাকে জিজ্ঞাসাবাদ করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা। তারপরই তাকে 💜গ্রেফতার করা হয়।
পাকিস্তানের লাহোরের বাসিন্দা গজল পারভিন। বয়স ১৬। আর এই গজলই ভারত থেকে পাকিস্তানে যেতে চেয়ে পাসপোর্ট ও ভিসা পেশ করতে পারেনি বিমানবন্দরে। পুলিশ গজলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে পায়। গজল জিজ্ঞাসাবাদের মুখে পড়ে জানিয়েছে, তিন বছর আগে তাঁর আত্মীয়রা সঙ্গে সে পাকিস্তান থেকে ভারতে আসে। সিকরারের শ্রীমাধোপুরে সে সেই আত্মীয়ার সঙ্গে থাকছিল। যদিও বিমানবন্দরে গজলের সঙ্গে ২ জন ব্যক্তিকে দেখা যায়। তারা গজলকে পাকিস্তানে পাঠানোর জন্য বহু দিকে খোঁজ খবর নিচ্ছিলেন। এদিকে, জয়পুর বিমানবন্দর꧂ের স্টেশন হাউস অফিসার দিকপাল সিং বলেন, ‘আমরা ওই দুইজনকে ধরে রেখেছি। মেয়েটি জানায়, তিন বছর আগে সে একট﷽ি ফ্লাইটে ভারতে গিয়েছিল। কিন্তু কোন কাগজপত্র ছাড়াই কিভাবে তার আত্মীয় এদেশে এসেছেন তার কোন ধারণা নেই। আমরা এখনও মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করছি। তার আত্মীয়াকেও পরে জিজ্ঞাসাবাদ করা হবে।’
এদিকে, গজলের ঘটনা যেমন নজর কাড়ছে, তেমনই পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হয়দরকে ঘিরেও হয়েছে তোলপাড়। পাকিস্তান থেকে বিবাহিত সীমা তাঁর স্বামী গুলাম হায়দরকে ছেড়ে ভারতে আসেন। ভারতে এস🐎ে তিনি বিয়ে করেন সচিন ম♎ীনা নামের এক ব্যক্তিকে। এরপর সীমাকে ভারতে রাখা হবে কি না, তা নিয়ে রয়েছে বহু ধরনের প্রশ্ন। এদিকে, ৩৪ বছর বয়সী ভারতীয় বধূ অঞ্জু পাকিস্তানের বন্ধু নসিরুল্লাহকে বিয়ে করে পাকিস্তানে রয়েছেন। গোটা পরিস্থিতির মাঝে খবরে আসছে গজলকে ঘিরে ঘটনা।