ঘটে যেতে পারত আরও বড় বিপত্তি। অল্পের জন্য কার্যত প্রাণ ফিরে পেলেন মহিলা। ঘটনা নয়ডার সেক্টর ২৫র। সেখানে রাস্তায় এক স্কুটারকে ধাক্কা মারে চারচাকা গাড়ি। স্কুটারে আরোহী মহিলা ছিটকে পড়েন। রাস্তার ধার𒀰ের রেলিং ছাড়িয়ে তিনি ছিটকে গিয়ে পড়েন এক ফ্লাইওভারের স্তম্ভের ওপর। ♏অল্পের জন্য তিনি ব্যস্ত যানচলাচলের রাস্তায় পড়ে যাননি। আর সেই কারণেই পেয়েছেন বড় বিপদ থেকে রক্ষা!
🌳পুলিশ জানাচ্ছে, এই মহিলা নয়ডার সেক্টর ৬২ থেকে ১৮ পর্যন্ত যাচ্ছিলেন। তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই ফ্লাইওভারটি উঁচুর দিকে উন্নীত রাস্তা ছিল। সেই জায়গা দিয়ে যাওয়ার সময়ই তাঁর স্কুটারে পিছন থেকে একটি চারচাকা গাড়ি এসে ধাক্কা মারে। তাতেই তিনি ছিটকে পড়েন। রেলিং পার করে তিনি রাস্তায় পড়ার জায়গায় সোজা গিয়ে পড়েন ফ্লাইওভারের স্তম্ভের উপর। ফ্লাইওভারের স্তম্ভের উপর মহিলাকে এভাবে পড়ে যেতে দেখে অনেকেই হতম্ভম্ব হন। অনেকেই মহিলাকে উদ্ধার করতে সেখানে পৌঁছে যান। তবে সেখানে পৌঁছতেই যে সহজে মহিলাকে উদ্ধার কার গিয়েছে তা নয়। সেখান থেকে কিছুতেই নামা যাচ্ছিল না। ততক্ষণে রাস্তায় লোকজন জড়ো হতে থাকেন। এরপর ঘটনার খবর যায় পুলিশে। পুলিশ খবর পেতেই সেখানে পৌঁছায়। পৌঁছয় দমকল বাহিনী। দমকলের ইঞ্জিনের হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁরা পৌঁছন স্তম্ভের ওই ওপরে। প্রথমেই ওই মহিলাকে নামানো হয়। নিচে ততক্ষণে দাঁড়ানো ছিল অ্যামไ্বুলেন্স। নিচে মহিলাকে নামানো হতেই তাঁকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। একইভাবে ওই স্তম্ভে উঠে পড়া আরও দুই ব্যক্তিকে নামানো হয়। দেখা যায়, উদ্ধারের চেষ্টায় স্তম্ভে ঝুঁকি নিয়ে ওঠা ওই ২ জনকে নামাতে নামাতে অফিসাররা তাঁদের পিঠ চাপড়ে দেন। গোটা ঘটনার মধ্য দিয়ে নয়ডা এক চমকপ্রদ ঘটনার সাক্ষী রইল।
( ফ্রিজ থেকে উদ্ধার তরুণীর দেহ��ের ৩০ খণ্ড! বীভ🦩ৎস দিল্লি-কাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে)
নয়ডার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মণীশ মিশ্র 𒐪বলেন,' ওই মহিলা স্তম্ভের উপর পড়ে যান এবং তাঁকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে দুই ব্যক্তিও আটকে যাযন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলের দল। তিনজনকেই উদ্ধার করে চিকিৎসা চলছে। তাঁদের কোনও গুরুতর আঘাত লাগেনি। '