🦩 Covid-19 এর বিরুদ্ধে লড়াই জয় করে শূন্য বাড়িতে ফিরলেন ওড়িশার গৃহবধূ। স্বামী-সহ তাঁর পরিবারের অন্য সদস্যরা সকলেই অতিমারীতে প্রাণ হারিয়েছেন।
করোন🐠ার প্রকোপে স্বজনহারা হয়েছেন ওড়িশার গঞ্জাম জেলার দিগাপাহান্ডি ব্লকের বধূ অনুরাꦛধা পাণিগ্রাহী। হাসপাতাল থেকে ফেরার পরে তিনি স্বামী জিতেন্দ্রর মৃত্যুসংবাদ পেয়েছেন।
জীতেন্দ্র পাণিগ্রাহির বন্ধু শিপ্রসাদ রথ জানিয়েছেন, গত ৯ জুলাই স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে আয়♕োজিত কোভিড পরীক্ষাকেন্দ্রে গিয়ে সোয়্যাব নমুনা দান করেছিলেন জিতেন্দ্র, তাঁর স্ত্রী অনুরাধা, বাবা কৃষ্ণ চন্দ্র পাত্র ও মা জানকী পাত্র। পরীক্ষার ফল পজিটিভ পাওয়ার কারণে পরের দিনই তাঁদের কোভিড হাসপাতালে ভরতি করা হয়।
১৫ জুলাই প্রথমে মারা যান জানকী। ১৮ জুলাই অতিমারীর কꦿাছে আত্মসমর্পণ করেন কৃষ্ণ চন্দ্র এবং ২০ জুলাই বিদায় নেন জিতেন্দ্র।
জানা গিয়েছে, দীঘাপাহান্ডি বাজারে বৈদ্যুতিন সরঞ্জামের দোকান ছিল জিতেন্দ্র পাত্রে👍র। তাঁর কোনও সন্তান নেই।
এ পর্যন্ত গঞ্জাম জেলায় মোট ৬,৩৬২ জন কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে💖 ৬২ জনের মৃত্যু𒐪 হয়েছে।