বাদামে অ্যালার্জি মহিলার, আর বিমানযাত্রীদের জন্যও বরাদ্দ বাদাম। সব মিলিয়ে হুলুস্থুল কান্ড ইউরোউইংসের বিমানে। এমনিতেই ফ্লাইটে যাত্রীরা অনেক সময় অ্যালার্জি থেকে নিজেদের বাঁচাতে নানান অস্বাভাবিক, অপ্রত্যাশিত পন্থা অবলম্বন করে থাকেন। সম্প্রতি একজন মহিলা 🅺যাত্রী ঘটালেন অভিনব এক কাণ্ড। বাদামে মারাত্মক অ্যালার্জি থাকার কারণে ফ্লাইটে থাকা সমস্ত বাদা🍰মের প্যাকেট কিনতে বাধ্য হন তিনি। অন্তত যাত্রীটির অভিযোগ এমনই। কিন্তু কেন? বাদামে অ্যালার্জি থাকায় তিনি চাননি ফ্লাইটে কেউ বাদামের প্যাকেট খুলুক। এই জন্যে তিনি ১৬৮ ইউরো খরচ করেন এর জন্য, যার মূল্য ভারতীয় টাকায় আনুমানিক ১৫,২৯০ টাকার কাছাকাছি। ৪৮ টি বাদামের প্যাকেট কিনে নিয়ে তিনি সেই যাত্রার রক্ষা পান বলে জানিয়েছেন।
১৩ জুলাই, ২৭ বছর বয়সী লিয়া উইলিয়ামস জার্মানির ডুসেলডর্ফ থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে উদ্দেশ্যে একটি ইউরোউইংসের বিমানে উঠেছিলেন। এই বিমানেই তাকে বাদামের প্যাকেট কিনতে হয়। তবে লন্ডন থেকে ডুসেলডর্ফের যাত্রার বিমানে তিনি কেবিন ক্রুকে তার এলার্জির কথা জানিয়েছিলেন। কেবিন ক্রু তাঁর সমস্যার কথা জেনে বিষয়টি সম্পর্কে অন্যান্য যাত্রীদের প্রতি ঘো﷽ষণা করেন﷽ এবং ফ্লাইটে অন্যান্য যাত্রীদের বাদামের প্যাকেট বিলি থেকে বিরত থাকেন।
তবে, সমস্যায় সূত্রপাত হয় জার্মানির ডুসেলডর্ফ থেকে লন্ডনের হিথরো বিমান বন্দরে ফেরার পথে। তিনি লন্ডনে ফিরতি ফ্লাইটে তার সমস্যায় সম্পর্কে জানিয☂়ে কেবꦐিন ক্রুকে অনুরূপ ঘোষণা করার জন্য অনুরোধ করেন। তবে এবার তার অনুরোধ মেনে নিতে অস্বীকার করে ফ্লাইট অ্যাটেনডেন্টে। উইলিয়ামসকে জানানো হয় এই ধরনের পদক্ষেপ এয়ারলাইন্সের নীতির বিরুদ্ধে।
এর আগে একবার ফ্🌟লাইটে একজনের সহযাত্রী তার কাছ বাদামের প্যাকেট খোলার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন লিয়া। তাই অন্য কোন বিকল্পের পথ না পেয়ে ঝুঁকি এড়াতে বিমানে থাকা ৪৮ প্যাকেট বাদামই কিনে নেন তিনি। যাতে ফ্লাইটে থাকা অন্যান্য যাত্রীরা বাদাম𒉰 খাওয়া থেকে বিরত থাকে। তারা লিয়া উইলিয়ামসকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি প্যাকেটগুলি বাড়িতে নিয়ে যেতে চান কিনা? তিনি জানান এগুলি বাড়ি নিয়ে যাওয়ার কোনও ইচ্ছে নেই। ক্রুরা ৪৮ প্যাকেট বাদাম একটি প্লাস্টিকের ব্যাগে ভরে কেবিনের সামনে রেখে দেন।
লিয়া উইলিয়ামস গোটা বিষয়টি নিয়ে প্রচন্ড বিরক্ত প্রকাশ করেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, 'ইউরোউইংসের লজ্জা পাওয়া উচিত গোটা পꦦরিস্থিতিꦅটি অদক্ষতার সাথে পরিচালনা করার জন্য।’