রাষ্ট্রপতি পদে বসছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। পরাজিত হয়েছেন বিরোধী দলের তরফের প্রার্থী যশবন্ত সিনহা। আর পরাজিত হওয়ার পরেই দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন যশবন্ত। তিনি টুইট করে লিখেছেন, দ্রৌপদী মুর্মুর জয়ে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারত আশা করছে ১৫তম প্⛎রেসিডেন্ট হিসাবে তিনি নির্ভয়ে ও পক্ষপাতহীনভাবে সংবিধ🔯ানের রক্ষাকর্তা হবেন।
পাশাপাশি তিনি বিরোধী দলের নেতা নেত্রীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাঁরা তাঁꦚকে প্রার্থী হিসা🌱বে বেছেছিলেন, যাঁরা ভোট দিয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন ভগবতী গীতায় শ্রীকৃষ্ণের কর্মযোগ মেনে আমি প্রার্থীপদকে মেনে নিয়েছিলাম। কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি আমার কর্তব্য পালন করে গিয়েছি।
পাশাপাশি তিনি জানিয়েছেন, দুটি ক্ষেত্রে এই ভোট সহায়তা করেছে। প্রথমত এর জেরে বিরে꧙াধীরা একটি সাধারণ মঞ্চে 𝄹আসতে পেরেছেন। এটার ধারাবাহিকতা রক্ষার জন্য় বলব।
দ্বিতীয়ত, আমি আমার প্রচার করাকালীন বিভিন্ন জায়গায় বিরোধীদের দাবিটা তুলে ধরেছি। পাশাপাশি তিনি শপথ করে জানিয়েছেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার বিশ্বাসের প্রতি যত্নশীল হব। সেই কারণের জন🔥্য়ই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা♊ করেছি।