গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয় যতি নরসিংহানন্দ গিরিকে। নরসিংহানন্দের গ্রেফতারির পরই জল্পনা তဣৈরি হয়েছিল যে হরিদ্বারে ধর্ম সংসদে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের জন্যই হয়ত নরসিংহানন্দকে গ্রেফতার করা হয়েছে। তবে পরে হরিদ্বার পুলিশের তরফে জানানো হয়ꦍেছে যে নারীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছে। নরসিংহানন্দকে কম গুরুতর ধারায় গ্রেফতার করা হয়েছে।
শনিবার গভীর রাতে হরিদ্বারে নরসিংহানন্দের ধর্নাস্থলে পৌঁছায় উত্তরাখণ্ড পুলিশ। সেখান থেকেই তাঁকে থ🥃ানায় নিয়ে যায় পুলিশ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। নরসিংহানন্দের গ্রেফ𒐪তারি প্রসঙ্গে হরিদ্বার পুলিশের তরফে বলা হয়, ‘নারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য যতি নরসিংহানন্দকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে হরিদ্বার ঘৃণামূলক বক্তব্যের মামলার জন্য গ্রেফতার করা হয়নি। ওই মামলায় এখনও পর্যন্ত তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। বিদ্বেষমূলক বক্তব্যের মামলায়ও তাঁকে রিমান্ডে নেওয়া হবে, প্রক্রিয়া চলছে। রিমান্ড আবেদনে আমরা ধর্ম সংসদে বিদ্বেষমূলক মন্তব্যের মামলার বিবরণও অন্তর্ভুক্ত করব।’
প্রসঙ্গত, গাজিয়াবাদে দসনা মন্দিরের পুরোহিত যতি নরসিংহানন্দ গিরি। তাঁর উদ্যোগেই গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে ধর্ম সংসদের আয়োজন করা হয়েছিল। এদিকে হরিদ্বারের ধর্✅ম সংসদ কাণ্ডে ইতিমধ্যেই ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগীকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, হরিদ্বার ধর্ম সংসদে বিদ্বেষমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্য ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ গত ১২ জানুয়ারি উত্তরাখণ্ড সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট৷ আদালতের তরফে ১০ দিনের মধ্যে উত্তরাখণ্ডের জবাব তলব করা হয়৷