IAF Officer in Axiom Mission 4: এই প্রথম! বেসরকারি মহাকাশ অভিযানে পাইলট হবেন ভারতীয় বায়ুসেনার অফিসার
Updated: 31 Jan 2025, 06:14 AM IST২০২৫ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে উড়ে যাবে স্পেসএক্সের মাকাশযান। এই প্রাইভেট মিশনের নাম অ্যাক্সিওম ৪। আর এই মিশনে পাইলট হবেন ভারতীয় বায়ুসেনার শুভাংশু শুক্লা। গতকাল নাসা তাঁর নাম ঘোষণা করে এই মিশনের জন্যে। এছাড়াও এই মিশনের বাকি তিন সদস্যেরও নাম ঘোষণা করা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি