বাংলা নিউজ >
ছবিঘর >
রণবীরের নাচের তালের সঙ্গে রহমানের সুরের জাদু- IPL 2022 সমাপ্তি অনুষ্ঠান জমজমাট
1/8
রণবীরের নাচের তালের সঙ্গে রহমানের সুরের জাদু- IPL 2022 সমাপ্তি অনুষ্ঠান জমজমাট Updated: 29 May 2022, 08:46 PM IST
লেখক Tania Roy
শেষ বার ২০১৯ সালের আইপিএলে সমাপ্তি অনুষ্ঠান হয়েছিল। তার পর করোনার প্রকোপ বাড়তে থাকায় ওপেনিং এবং ক্লোজিং, কোনও সেরিমনি আইপিএলে আর হয়নি। তবে এ বার করোনা ভীতি সরিয়ে নতুন ভোর আইপিএল ২০২২-এ।
2/8
এআর রহমানের বন্দেমারতম গানের পর যেন সকলে লড়াইয়ের কথা ভুলে গেল। শুধু আবেগে ভাসল মোতেরা।
4/8
তবে রহমানের আগে স্টেজ মাতিয়ে যান রণবীর সিং। ফাইনালের আগে ক্লোজিং সেরিমনিতে উপস্থাপক রবি শাস্ত্রী মঞ্চ ছাড়ার পরেই জমকালো এন্ট্রি রণবীর সিং-এর। অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে জমিয়ে দিলেন বলিউড স্টার। নাচের মাঝেই লোকেশ রাহুলের কানে আঙুল দিয়ে ট্রেডমার্ক সেলিব্রেশনও নকল করতে দেখা যায় তাঁকে। তিনি পৌঁছে যান রাজস্থান রয়্যালসের ডাগ-আউটেও। হাই-ফাইভ করেন যশস্বী জসওালের সঙ্গে।
5/8
মোতেরায় ১ লাখ দর্শক রহমানের গান আর রণবীরের নাচ দেখে একেবারে মোহিত। আবেগে ভেসে গেল প্রত্যেকেই। টানটান উত্তেজনার লড়াইয়ের আগেই যেন উৎসবের ধুন। তবে ২২ গজের লড়াইটাও যে নেহাৎ-ই সাময়িক। ম্যাচের আগে পরে সকলেই যে বন্ধু বা কাছের মানুষ।
6/8
রণবীর সিং-এর এনার্জি, রহমানের ‘জয় হো’ সুরের জাদুতে মুহ্যমান হয়ে গিয়েছিল সকলে। প্লেয়াররাও নিঃসন্দেহে বাড়তি মোটিভেশন নিয়েই মাঠে নামেন। মাঝে আমির খানের লাল সিং চাড্ডার প্রোমোশন- সব মিলিয়ে ক্রিকেট আর বলিউড তারকাদের উপস্থিতি আইপিএল ফাইনালে অন্য মাত্রা যোগ করল।
7/8
বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট জার্সি উপস্থাপন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে আইপিএল ২০২২-এর ফাইনালে ম্যাচের আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল বিসিসিআই। আইপিএলের ১৫ বছর পূর্তি উপলক্ষে একটি অতিকায় জার্সি উপস্থাপন করে বিসিসিআই। ৬৬x৪২ মিটারের সাদা জার্সিটিতে ১০টি আইপিএল দলের লোগো অঙ্কিত ছিল। এটিই এখন বিশ্বের বৃহত্তম ক্রিকেট জার্সি। জার্সিটিকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দেয় গিনেস কর্তৃপক্ষ।
8/8
সমাপ্তি অনুষ্ঠানের পর হয় টস। টসে জিতে ব্যাটিং নেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। গুজরাট টাইটানসও অবশ্য টসে হেরে একেবারেই অখুশি নয়।