ভারতের সুবিধা করতে পারল না শ্রীলঙ্কা! রিকেলটন-বাভুমার দৌলতে লড়াইয়ে দঃ আফ্রিকা…প্রথম দিনের শেষে প্রোটিয়ারা ২৬৯/৭
Updated: 05 Dec 2024, 11:09 PM ISTদ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় দঃ আফ্রিকা। প্রথম টেস্টে জিতে যাওয়ায় প্রোটিয়াদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা কিছুটা সহজ হয়েছে, তবে দ্বিতীয় টেস্টেও তাঁদের জিততে হবে। প্রথম ইনিংসে রায়ান রিকেলটনের অনবদ্য শতরান এবং টেম্বা বাভুমার ব্যাটে ভরসা করে লড়াই দিল প্রোটিয়ারা।
শ্রীলঙ্কান বোলাররা যখন একে একে উইকেট নিয়ে চ🐎াপ বাড়াচ্ছে প্রোটিয়াদের ওপর, তখনই দুরন্ত ইনিংস খেললেন রায়ান রিকেলটন। ২৮ বছর বয়সী জোহানেসবার্গের ছেলে রিকেলটনের এটাই প্রথম টেস্ট শতরান। সিমিত ওভারের ফরম্যাটে তিনি ওপেনিং করেছেন সাম্প্রতিক সময়। তাই নতুন বলে ব্যাট করতে খুব বেশি অসুবিধা হল না তাঁর ফার্নান্দো, কুমারাদের বিপক্ষে। করলেন ১০১ রান। শ্রীলঙ্কার লাহিরু কুমারা নেন ৩ উইকেট, আসিথা ফার্নান্দো নেন ২ উইকেট। ছবি- এএফপি
(AFP) পরবর্তী ফটো গ্যালারি