ভারত মহাসাগরে চিনকে রুখতে দক্ষিণ ভারতে নিযুক্ত হল Sukhoi-30 স্কোয়াড্রন
Updated: 20 Jan 2020, 08:37 PM ISTভারতীয় বিমান বাহিনী তাঞ্জাভুর বিমান ছাউনিতে ২২২ স... more
ভারতীয় বিমান বাহিনী তাঞ্জাভুর বিমান ছাউনিতে ২২২ স্কোয়াড্রনকে নিযুক্ত করল। এতে আছে ছটি Sukhoi-30 ফাইটার জেট যেগুলি ব্রাহ্মোস ক্রুজ মিসাইলকে নিক্ষেপণ করার ক্ষমতা রাখে। এর ফলে ভারত মহাসাগরে চিনকে রুখতে ভারত সাহায্য হবে বলে বিশেষজ্ঞদের রায়। একই সঙ্গে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতাও এতে বাড়বে। এই ইনডাকশন অনুষ্ঠানে ডিফেন্স স্টাফের প্রধান বিপিন রাওয়াত বলেন যে এটি ভারতীয় বাহিনীর যৌথ উদ্যোগের একটি উদাহরণ। সুখোইয়ের সঙ্গে ব্রাহ্মোসকে গেমচেঞ্জার বলতেও দ্বিধা করেননি তিনি। এতে সমুদ্রে অনেকটা সুরক্ষিত হল ভারত। সুখোইয়ের রেঞ্জ ১২০০ কিলোমিটার। ব্রাহ্মোস মিসাইলের রেঞ্জ হল ৩০০ কিলোমিটার। তাই এই দুই মিলিয়ে ভারতীয় মহাসাগরে গভীরে হামলা করতে পারবে।এয়ার চিফ মার্শাল ভাদৌরিয়া বলেন এটি আইএএফ-এর জন্য ঐতিহাসিক দিন। সকলকে তিনি ধন্যবাদ জানান যাদের অবগানে এই স্কোয়াড্রন ইনডাকশন এক বছর আগে হতে পারল। এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন কসরত দেখায় লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট, সারাং হেলিকপ্টাপ ডিসপ্লে ও সূর্য কিরণ অ্যারোবেটিক টিম।
পরবর্তী ফটো গ্যালারি