Tata's ₹27000 cr chip plant in Assam: বাংলা নয়, অসমে ২৭০০০ কোটি টাকার চিপ কারখানা শুরু টাটার, শুরুতেই হবে ২৭০০০ চাকরি
Updated: 05 Aug 2024, 12:07 PM ISTপশ্চিমবঙ্গ নয়, অসমে বড় অঙ্কের বিনিয়োগ করল টাটা ইলেকট্রনিকস। ২৭,০০০ কোটি টাকায় সেমিকন্ডাক্টর চিপ কারখানা এবং পরীক্ষাকেন্দ্র তৈরি করছে। যাতে প্রাথমিকভাবে ২৭,০০০ কর্মসংস্থান তৈরি হবে। ওই কারখানায় প্রতিদিন ৪.৮৩ কোটি চিপ তৈরি করা যাবে।
পরবর্তী ফটো গ্যালারি