WB Heavy Rain Forecast till 19th September: অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায়, বাংলার আরও জেলা ভাসবে নিম্নচাপের জেরে
Updated: 13 Sep 2024, 09:25 AM ISTবঙ্গোপসাগরে 'নতুন সিস্টেম' তৈরি হয়েছে। যা ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। মধ্য মায়ানমারের দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ উপকূলের দিকে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তা ৭.৬ কিমি ওপরে রয়েছে। এরপর এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে ধীরে ধীরে।
পরবর্তী ফটো গ্যালারি