পরবর্তী কমনওয়েলথ গেমসে দেখা যাবে মেয়েদের টি-২০ ক্রিকেট। সেই ইভেন্টের যোগ্যতা অর্জনের জন্য লড়াইয়ে নেমেছিল পাঁচটি দেশ। পাঁচ দলের সেই কোয়ালিফায়ার লিগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিল। যদিও তাদের প্রধান প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেছে শ্রীলঙ্কার মহিলা দল। ব্যাটে-বলে দুর্দান্ত পারফ♛র্ম্যান্স করেছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার চামারি আতাপাত্তু। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। ৪ ম্যাচে ২২১ রান ও ৪টি উইকেট সংগ্রহ করে তিনিই এই কোয়ালিফায়ার টুর্নামেন্টের সেরা ক্রিকেটারে পুরস্কার জিতেছেন।
কমনওয়েলথে গেমসে সুযোগ পেয়ে প্রশ্ন তুললেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তু। প্রশ্নের থেকেও বেশি হতাশা ও আবেগ মিশ্রিত আবেদন করলেন শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। তাঁর মতে, নিজেদের মানটা বিশ্বের সামনে তুলে ধরেছেন তারা। কমনওয়েলথ গেমসের কোয়ালিফায়ার লিগে তাদের দুরন্ত পারফরমেন্স দেখেছে গোটা বিশ্ব। সকলেই দেখেছে তারা কীভাবে আধিপত্য রেখে জয় পেয়েছে। এরপরেই চামারি আতাপাত্তু প্রশ্ন করেন, ‘আমরা কেন বিশ্বকাপ খেলতে পারব না? আমরা তো বর্তমা🔥নে খুব ভালো দল।’
আসলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, ২০১৭-২০২০ সালের মধ্যে মহিলা চ্যাম্পিয়নশিপে দলগুলোর পারফরম্যান্স অনুযায়ী তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত সরাসরি পৌঁছে গিয়েছে মূল পর্বে। এদিকে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেলার সুযোܫগ পেয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ আবা🐎র ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে। সেই কারণেই টুর্নামেন্টে যোগযতা অর্জন করতে পারেনি শ্রীলঙ্কার মহিলা দল। আর এই কারণেই হতাশ হয়েছেন চামারি আতাপাত্তু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।