🃏হান্ড্রেড ক্রিকেট লিগে নতুন রেকর্ড। ২০২১ সাল থেকে শুরু ১০০ বলের এই টুর্নামেন্টের মহিলা ক্রিকেটে নতুন রেকর্ড তৈরি করলেন ইংল্যান্ডের অলরাউন্🏅ডার ফি মরিস। মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন তিনি। এটা শুধু হান্ড্রেড ক্রিকেট লিগের মহিলাদের রেকর্ড নয়। এই টুর্নামেন্টের পুরুষ এবং মহিলাদের মধ্যে এই রেকর্ড তৈরি করেছেন মরিস। ম্যাঞ্চেস্টার অরিজিন্যালসের হয়ে খেলন তিনি। বার্মিংহ্যাম ফিনিক্সের বিরুদ্ধে এই নতুন রেকর্ড তৈরি হয়েছে।
এই টুর্নামেন্টের মহিলা সংস্করণে সোমবার মুখোমুখি হয় বার্মিংহাম ফিনিক্স ও ম্যাঞ্চেস্টার অরিজিনালস। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে বার্মিংহ্যাম ফিনিক্স। ৮৭ রানেই সব উইকেট পড়ে য💫ায় তাদের। প্রথমে ব্যাট করতে নেমে ফিনিক্সের ☂ওপেনাররা কিছুটা খেলার চেষ্টা করেন। দুই ওপেনার এভলিন জোন্স ও সোফি ডিভাইন মোট রান করেন ৪৫। তারা আউট হতেই তুরুপের তাসের মতো ভেঙে পড়ে ফিনিক্সের ব্যাটিং লাইনআপ। মুখ থুবড়ে পড়ে তাদের গোটা দল। বল হাতে কামাল দেখান ম্যাঞ্চেস্টার অরিজিনালসের অলরাউন্ডার ফি মরিস। মাত্র ১৬টি বল করে ৭ রান দিয়ে মূল্যবান ৫টি উইকেট তুলে নেন তিনি।
মরিস তাঁর প্রথম বলেই একটি উইকেট নেন। তাঁর এই ঝাঁজালো বোলিংয়ের ফলে বেশি রান করতে পারেনি বিপক্ষ দল। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান💮 তুলে নেয় ম্যাঞ্চেস্টার অরিজিনালস। এই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মরিস। তবে এই রান করতে বেশ অনেকটাই বেগ পেতে হয়েছে ম্যাঞ্চেস্টারকে। এক সময় তারা ৬৯ র൩ানে ১ উইকেট হারিয়ে ব্যাট করছিল। কিন্তু তারপরে ৮৫ রানের মাথায় আরও ৪টি উইকেট পড়ে যায় তাদের। ক্যাথরিন ব্রাইস শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করেন। লরা ৩৪ বলে ৩৮ রান করেন।
নতুন রেকর্ড তৈরি করে ম্যꦿাচ শেষের পর মরিস বলেন, 'এখানকার পিচ কিছুটা ধীর গতির এবং নিচু প্রকৃতির ছিল। এখানে কোনও ব্যাটারদের জন্যই ব্যাট করা খুব একটা সহজ বিষয় নয়। আমরা জানি এখানে কিভাবে খেলতে হয়। আমরা সেই ভাবেই নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে খেলেছি। 𒁏অনেক বোলিং প্র্যাকটিস করেছি তার প্রতিফলন হিসেবেই এটা ঘটেছে।' ম্যাঞ্চেস্টার অরিজিনালসের অধিনায়ক সোফি একলেস্টোন, স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, 'ফি খুব সুন্দর বল করেছে। ও যা পেয়েছে তার জন্য যোগ্য ওর এটাই প্রাপ্য। ও অসাধারণ ক্রিকেটার। মরিস অনেক পরিশ্রম করে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।