টি-টোয়েন্টি ক্রিকেটে বড় কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান শোয়েব মালিক। তিনি যে এখনও অচল নন সেটাই প্রমাণ করলেন পাক তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই পাকি▨স্তান দল তাঁকে টি-টোয়েন্টি থেকে বাদ দিয়ে থাকতে পারে, তবে এখনও হাল ছাড়েননি শোয়েব মালিক। ৪০ বছর বয়সেও নিজের উপর থেকে ভরসা ছাড়েননি তিনি। তাই তো এই বয়সেও বাইশ গজে রেকর্ড গড়ছেন শোয়েব মালিক। তিনি বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে𒀰র হয়ে খেলছেন। এবং সোমবার কলম্বো স্টারসের বিরুদ্ধে অপরাজিত ৩৫ রান করে রেকর্ড গড়ে ফেলেছেন।
আরও পড়ুন… ICC পক্ষপাতদুষ্ট কারণ ভারতের থ꧒েকেই ওদের টাকা আসে, ফের হা হুতাশ রামিজ রাজার
জাফনা কিংসের হয়ে দুরন্ত ব্যাটেং করছিলেন শোয়েব মালিক। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে ১২,০০০ রান ছুঁয়েছেন শোয়েব মালিক। একই সঙ্গে, সামগ্রিকভাবে ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। অনেক লিগ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি সহ, ক্রিস গেইলের টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান রয়েছে। তাঁর নামে ২২টি সেঞ্চুরি এবং ৮৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। একই সময়ে অপরাজিত ১৭৫ রান তার সর্বোচ্চ স💜্কোর। যেখানে, শোয়েব মালিক ৪৮৬ ম্যাচে ১২,০২৭ রান করেছেন। এই ফর্ম্যাটে তাঁর একটি সেঞ্চুরিও নেই। তবে ৭৩টি হাফ সেঞ্চুরি করেছেন শোয়েব মালি꧅ক। এই ফর্ম্যাটে অপরাজিত ৯৫ রান হল তাঁর সর্বোচ্চ স্কোর।
আরও পড়ুন… সুযোগ বু൩ঝে ভারতকে তু🧸লোধোনা করলেন নাইটদের ফ্লপ প্রাক্তন ক্যাপ্টেন
সোমবার, শোয়েব মালিক ২৬ বলে পাঁচটি চারের সাহায্যে ৩৫ রানের ইনিংস খেলে নিজের দলকে ১৭৮ রানে নিয়ে যান। শোয়েব মালিক ছাড়াও জাফনা কিংসের হয়ে ১৩ বলে ২৯ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা। এ সময় তিনি তিনটি চার ও একটি ছক্কা মারেন। আবিষ্কা ফার্নান্দো ৩২ ও সমরবিক্রমা ৩২ রান করেন। জবাবে কলম্বো স্টারসের দল ২০ ওভারে আট 🥃উইকেটে ১৭২ রান করতে পারে। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৮ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ সময় তিনি মারেন আটটি চার ও তিনটি ছক্কা। একই সঙ্গে ২০ বলে ৪৩ রান করেন বেনি হাওয়েল।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার নিরিখে তিন নম্বরে রয়েছেন কায়রন পোলার্ড। পোলার্ড ৬১৪ ম্যাচে ১১,৯১৫ রান করেছেন। এই সময়ে তিনি একটি সেঞ্চুরি ও ৫৬টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। একই সময়ে ৩৬০ টি-টোয়েন্টি ম্যাচে ১১,৩২৬ রান নꦚিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে ৬টি সেঞ্চুরি ও ৮৫টি হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।