দুর্বল থাইল্যান্ডকে পর্যদুস্ত করে এশিয়া কাপের ফাইনালে𝓀 উঠল ভারতীয় মহিলা দল। গ্রুপের শেষ ম্যাচেও থাইল্যান্ডকে হারিয়েছিল ভারত। এদিনও একই রেজাল্ট হল। তবে আগের দিনের থেকে কিছুটা ভালো খেলেছে আনকোরা থাইল্যান্ড দল। তবে আগের ম্যাচের মতো দাপটে না জেতা নিয়ে চিন্তুিত নন হরমনপ্রীত কৌর। উল্লেখ্য, দুটি ম্যাচ বিরাম নিয়ে এদিন ফের দলে ফেরেন ভারতীয় অধিনায়ক হরমন।
এদিন নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৬ উইকেটে ১৪৮। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৪ করে থাইল্যান্ড। ৭৪ রানে জিতে প্রত্যেকবার এশিয়া কাপের ফাইনালে যাওয়ার যে রেকর্ড আছে ভারতের, সেটা বজায় রাখে হরমন বাহিনী। ভারতের জন্য এদিন ব্যাটিংয়ে নজর কাড়েন শেফালি। বেশ কিছু সুযোগ দিলেও ২৮ বলে ৪২ করেন তিনি। হরমন করেন ৩০ বলে ৩৬। শেষের দিকে ব্যাট চালিয়ে পুজা করেন ১৭ ও তিন নম্বরে জেমি করেন ২৬ বলে ২🙈৭। সব মিলিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে ভারত আরেকটু বেশি করবে সেটাই প্রত্যাশিত যদিও অখ্যাত থাই বোলারদের আটোসাঁটো লাইন ও লেংথের জেরে সেটা সম্ভব হয়নি।
তবে ব্যাটিং নিয়ে অখুশি নন হরমনপ্রীত। ম্যাচ শেষে তিনি বলেন যে মেয়েরা খুব ভালো ব্যাটিং করেছেন। একই সঙ্গে থাইল্যান্ডের প্রশংসা করে তিনি বলেন যে কোনও লুজ বল দেয়নি তাঁদের বোলাররা। তবে ভালো পার্টনারশিপ করে বড় রা🐈ন করতে ভারত সক্ষম হয়েছিল বলে তিনি জানান। দলে ফিরে রান করাটা যে তাঁর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, সেকথাও বলেন হরমনপ্রীত কৌর। যেভাবে শেফালি ও জেমি ব্যাটিং করেছেন,তাতে তিনি খুশি। ফাইনালে সেই মোমেন্টামটা ধরে রাখতে হবে বলে তিনি জানান। বোলিংয়ে এদিন মাত্র সাত রান দিয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্মা। তাঁর প্রশংসা করে হরমন বলেন যে কোনও সময় বল করতে রাজি থাকেন এই অভিজ্ঞ স্পিনার। এরকম প্লেয়ার দলে থাকলে যে কাজ অনেক সোজা হয়ে যায় সেই কথা অকপটে স্বীকার করে নেন হরমন। দীপ্তি ভালো বল করলেও এদিন ম্যাচের সেরা হয়েছেন শেফালি ভার্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।