চিনের এশিয়ান গেমস ২০২৩ এর প্রথম ম্যাচে ইতিহাস গড়েছে নেপালের ক্রিকেট দল। নেপাল দল ও দলের দুই খেলোয়াড় মিলে গড়েছেন মোট ৫টি বিশ্ব রেকর্ড। টি-টোয়েন্ট🌊ি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করেছে নেপাল দল। এছাড়াও, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম হাফ সেঞ্চুরি ছাড়াও এই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কাও মারা হয়েছে।
আসলে, এশিয়ান গেমস ২০২৩-এর লিগ ম্যাচটি ন⛄েপাল এবং মঙ্গোলিয়ার মধ্যে খেলা হচ্ছে। এই ম্যাচে নেপাল দল টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৩১৪/৩ রান করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো কোনও দল ৩০০ প্লাস রান করেছে। এছাড়া একই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্ব রেকর্ডও গড়েছে নেপাল দল।
নেপালের আগে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ ২২টি ছক্ಌকা মারার রেকর্ড ছিল। কিন্তু নেপাল দল এই ম্যাচে মোট ২৬টি ছক্কা মেরেছে এবং এটি এখন একটি নতুন বিশ্ব রেকর্ডে পরিণত হয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির পাশাপাশি দ্রুততম সেঞ্চুরিও এসেছে এই ম্যাচে।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছেন নেপালের ব্যাটসম্যান কুশল মাল্লা। মাত্র ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেছে൲ন তিনি। এর আগে ৩৫ বলে এই কীর্তি করেছিলেন রোহিত শর্মা ও ডেভিড মিলার। এ ছাড়া শুধু টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, আন্তর্🌞জাতিক ক্রিকেটেও দ্রুততম হাফ সেঞ্চুরি পূরণ করেছেন নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আরি। মাত্র ৯ বল মোকাবেলা করেন তিনি।
নেপাল বনাম মঙ্গোলিয়া ম্যাচের বিশ্ব রেকর্ড
দ্রুততম সেঞ্চুরি - কুশল মাল্লা ৩৪ বলে
দ্রুততম হাফ সেঞ্চুরি- দীপেন্দ্র সিং আরি ৯ বলে
আন্তর্𒐪জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ܫস্কোর- নেপাল দলের ৩১৪ রান
সর্বাধিক ছক্কা- ২৬টি ছক্কা নেপাল দলের
দ্রুততম আন্তর্জাতিক ফিফটি - দীপেন্দ্র সিং আরি
এদিনের ম্যাচে মঙ্গোলিয়ার টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ঝড় তোলে নেপালের ব্যাটাররা। কুশল ভুরতেল ২৩ বলে ১৯ রান করেন। দলের অন্য ওপেনার আসিফ শেইখ ১৭ বলে ১৬ রান করেন। এরপরে ব্যাট হাে ঝড় তোলেন কুশল মাল🌸্লা। মাত্র ৩৪ বলে শতরান করেন তিনি। ৫০ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেন মাল্লা। এদিন তিনি ৮টি চার ও ১২টি ছক্কা হাঁকান। দলের অধিনায়ক রোহিত পৌদেল ২৭ বলে ৬১ রান করে আউট হন। এই সময়ে তিনি ২টি চার ও ছয়টি ছক্কা হাঁকান। তবে শো স্টপার হিসাবে মাঠে নামেন দীপেন্দ্র সিং আরি। মাত্র ৯ বলে ৫০ করেন তিনি। এদিন ১০ বলে অপরাজিত ৫২ রান করেন দীপেন্দ্র সিং আরি। মোট আটটি ছক্কা হাঁকান তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।