শুভব্রত মুখার্জি: এশিয়ান গেমসে ভারতীয় কুস্তিগীররা ভালো ফল করলেও বজরং পুনিয়া পদক জিততে ব্যর্থ হয়েছেন। অলিম্পিক্সে পদকজয়ী তারকা এশিয়ান গেমসে অল্পের জন্য ব্যর্থ হয়েছেন পদক জিততে। ব্রোঞ্জ পদকের জন্য লড়াইতে নেমেও অল্পের জন্য ব্যর্থ হয়েছেন তিনি। তব♎ে ব্যর্থ হলেও বজরং পুনিয়ার পাশেই দাঁড়িয়েছেন আরও এক চ্যাম্পিয়ন কুস্তিগীর ভিনেশ ফোগাট। বজরং পুনিয়ার কেরিয়ারের সব অ্যাচিভমেন্ট তুলে ধরে ভিনেশ ফোগাট তার পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রসঙ্গত এশিয়ান গেমসে হারের পর বজরং পুনিয়াকে রীতিমতো সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এশিয়ান গেমসে বজরংকে সরাসরি সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। তার জবাব দিয়েই বজরংয়ের পাশে দাঁড়িয়েছেন ভিনেশ।
বজরংয়ের পাশে দাঁড়িয়ে ভিনেশ জানিয়েছেন, 'বজরং বরবারের চ্যাম্পিয়ন। সে আগেও চ্যাম্পিয়ন কুস্তিগীর ছিল, এখনও রয়েছে,বরবার থাকবে। মহিলা কুস্তিগীরদের জন্য যে লড়াইটা ও লড়েছে তা ভোলা🍨র নয়।মহিলা কুস্তিগীরদের জন্য বজরং পুনিয়া যে𒁃 কাজটা করেছে তা কেউ কল্পনাও করতে পারবে না।' এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকের ম্যাচে বজরং পুনিয়ার ম্যাচ অনুশীলনের অভাব স্পষ্ট করে ধরা পড়ে।
ব্রোঞ্জ পদকের লড়াইয়ের ম্যাচে জাপানের কুস্তিগীর ইয়꧂ামাগুচি কাইকির মুখোমুখি হন তিনি। ৬৫ কেজি বি♒ভাগের এই লড়াইতে তাঁকে হারিয়ে দেন কাইকি। জাকার্তা এবং ইনচিয়ন গেমসে সোনাজয়ী বজরং পুনিয়া এদিন ফাইনালে একেবারেই অফ ফর্মে ছিলেন। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগের ব্রোঞ্জ পদকের ম্যাচে বজরং পুনিয়ার বিরুদ্ধে টেকনিক্যাল সুপিরিয়ররিটিতে এদিন পদক জেতেন কাইকি।
প্রসঙ্গত, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ꦉধে যৌন হয়রানির লড়াই লড়ছিলেন মহিলা কুস্তিগীররা। ভিনেশ ꩵফোগাটদের সেই লড়াইয়ে প্রথম দিন থেকেই পাশে ছিলেন বজরং পুনিয়া। দিল্লির যন্তরমন্তরের সামনে দীর্ঘদিন আন্দোলনকারীদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন। তবে এশিয়ান গেমসে বজরং পুনিয়ার ব্যর্থতার দিনে ও ভারতের হয়ে পদক জিতেছেন সোনম,কিরণ এবং আমন। তিনজনেই ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সোনম। মহিলাদের ৭৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন কিরণ বিষ্ণোই। অন্যদিকে ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন আমন জসওয়াল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।