১. ১২ বছর পর এটিপি ফাইনালস ঠিকানা বদল করবে। পরের আসর বসবে ইতালির তুরিনে। এবারই শেষবার লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে মর🎶শুম শেষের ঐতিহ্যশালী টেনিস টুর্নামেন্ট।
২. নোভাক জকোভিচের সামনে সুযোগ ছিল রজার ফেডেরারের 🎉৬ বার চ্যাম্পিয়ন হওয়ার নজির ছোঁয়ার। থিয়েমের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।
৩. রাফায়েল নাদাল ২০টি গ্ল্যান্ড স্ল্যাম জিতলেও এখনও একবারও ঐতিহ্যশালী এটিপি ফাইনালের ট্রফি জিততে পারেননি। এবার মেদভেদেভের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া হয় তাঁর। নাদাল লন্ডনে ২ বার ফাইনালে উঠেছি🔯লেন।
৪. এবার টুর্নামেন্টের ফাইনালে ওঠেন ডমিনিক থিয়েম ও দানিল মেদভেদেভ। দু'জনের কেউই এর আগে চ্যাম্✨পিয়ন হননি। সুতরাং, খেতাবি লড়াইয়ে যেই জিতুন না কেন, নতুন চ্যাম্পিয়ন পাবে এটিপি ফাইনালস।
৫. থিয়েম গতবছর ফাইনালে হেরে যান। এই নিয়ে টানা দু'বার ফাইনালে উঠলেন অস্ট্রিয়ান তারকা। দানিল এই প্রথমবার এটিপি ফাইনা🐓লসের খেতাবি লড়াইয়ে জায়গা করে🌳 নেন।
৬. ২০০৪ সালের পর এবার পুনরায় বিশ্ব ব়্যাংকিংয়ের প্রথম চারে থাকা তারকারা স꧙েমিফাইনালে উঠেন। এবার টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, ডমিনিক থিয়েম ও দানিল মেদভেদেভ। ২০০৪ সালে সেমিফাইনালে উঠেছিলেন রজার ফেডেরার, অ্যান্ডি রডিক, লেটন হিউয়িট ও মরাট সাফিন।
৭. এই নিয়ে পরপর ৬টি মরশ🍰ুমে আলাদা আলাদা তারকার হাতে উঠবে এটিপি ফাইনালসের খেতাব। এর আগের পাঁচ বছরে চ্যাম্পিয়ন হয়েছেন স্টেফানোস সিসিপাস (২০১৯), আলেকজান্ডার জেরেভ (২০১৮), গ্রিগর🍸 দিমিত্রভ (২০১৭), অ্যান্ডি মারে (২০১৬) ও নোভাক জকোভিচ (২০১৫)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।