অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে গোলাপি বলে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বি🌊তীয় ইনিংসে ঘুরে দাঁড়ালেও প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং মোটেও ভালো হয়নি। ভারত কোনও রকমে ১৯৪ রান তুলতে সক্ষম হলেও সেটা সম্ভব হয় শুধুম💯াত্র জসপ্রীত বুমরাহর হাফ-সেঞ্চুরির দৌলতে। নাহলে তারা দেড়শো রানের গণ্ডি টপকাতে পারত কিনা সন্দেহ।
প্রথম ইনিংসে ভারতের এমন ব্যাটিং ব্যর্থতা দেখে প্রাক্তন অজি তারকা ব্র্যাড হগ দুশ্চিন্তা প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করতে দেখা যায়। তিনি রীতিমতো পরামর্শ দেন যে, ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের কী শিখতে হবে, কী করা উচিত নয়, এ🔯ই সব বিষয়ে।
হগের এমন টুইট বুমেরাং হয়ে যায় দ্বিতীয় ইনিংসেই। টিম ইন্ডিয়ার ব্🌃যাটসম্যানরা প্রমাণ করে দেন যে, তাঁরা অজি বোলারদের মহড়া নিতে তৈরি।
যদিও ভারতের প্রাক্তন তারকা ওয়াসিম জাফর অস্ট্রেলিয়া দলের বর্তমান পরিস্থিতি নিয়ে হগকে পালটা♓ খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না।
টুইটারে হগ লেখেন, ‘ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের জানা উচিত তাদের অফস্টাম্প 🐓কোথায় রয়েছে। গুড লেনথ বল কীভাবেไ ছাড়তে হয়, শেখা উচিত এবং অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বল তাড়া করা উচিত নয়।’
ভারতীয় ক্রিকেটারদের হগের এমন কোচিংয়ের প্রয়োজন আছে কিনা, সেটা বলা মুশকিল। তবে জাফর তাঁকে উচিত শিক্ষা দিলেন পালটা টুইট করে। আসলে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে কারা ব্যাট করতে নামবেন, সেটাই নিশ্চিত൲ নয়। ওয়ার্নারের চোট। পুকোভস্কির চোট। বার্নস ফর্মে নেই। তাদের বাধ্য হয়েই হ্যারিসকে দলে ডেকে নিতে হয়েছে। সুতরাং, এখনও নিশ্চিত নয় অ্যাডিলেড টেস্টে কারা অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামবেন।
এই প্রসঙ্গ টেনেই জাফর লেখেন, ‘অস্ট্রেলিয়ার আগে এটা জানা উচিত, তা🅠দের টপঅর্ডার ব্যাটসম্যান কারা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।