আর মাত্র কয়েক দিন পরই শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর এই বর্ডার-গাভ𝓰াসকর ট্রফির প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। নিজেদের শেষ অস্ত্রে শান দিচ্ছে দুই দলই। তবে ভারতের সফরকারী অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি স্পিনার অ্যাডাম জাম্পা। সেই বিষয়ে তাঁর হতাশা প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন সহকারি কোচ শ্রীধরন শ্রীরাম।
আরও পড়ুন: নতুন বাড়ির সামনে ♛জমে জল, সমাধান চেয়ে মেয়রকে চিঠি সৌরভের
ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরඣিজে স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে নাথান লিয়ন, অ্যাস্টন অ্যাগা🏅র, তরুণ অফ-স্পিনার টড মুরফি, লেগ-স্পিনার সুইপসনকে। তবে জায়গা পাননি অভিজ্ঞ স্পিনার জাম্পা। শ্রীরাম মনে করেন, জাম্পা এমন এক বোলার যিনি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো নিজের অ্যাকশনকে অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারেন। শ্রীধরন অস্ট্রেলিয়ার হয়ে ৬ বছর দায়িত্ব সামলেছেন। অ্যাডামকে খুব কাছ থেকে দেখেছেন কী ভাবে তিনি উন্নতি করছেন। শ্রীরাম অনুভব করেছেন ৩০ বছর বয়সী রিস্ট স্পিনারের অনুপস্থিতি ভালো ভাবে টের পাবে অজি দল।
তিনি বলেন, ‘যদি জাম্পা ভারতে খেলত তাহলে ব্যক্তিগত ভাবে ওর বꦓোলিং দেখতে ভালো লাগত। ভারতের পিচে কীভাবে ব্যবহার করবে সেই বিষয়ে ধারণা ওর রয়েছে। এটা এমন একটা বিষয় যার দিকে আমি নজর রাখি। আমি মনে করি এই পিচকে ব্যবহার করার ক্ষমতা জাম্পার রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ও ভারতের টেস্ট ম্যাচ খেলতে ভীষণভাবে আগ্রহী। আমাকে কয়েকবার ফোন করে বলেছে, আমি আগামী ভারত সফরꦗে থাকতে পারব বলে খুবই উত্তেজিত। এই সিরিজে ভালো পারফরম্যান্স করতে চেয়েছিল। সেই জন্য ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছে। প্রতিটি ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছে। তাই এই সিরিজেও না থাকায় আমি খুব হতাশ।’
আরও পড়ুন: ১০২/২ থেকে ১২৪/৮! অবশ🍸েষে হ্যারিস রউফের ব্যাটে ভর করে ঢাকাকে হারিয়ে শেষ ৪-এ রংপুর
অস্ট্রেলিয়ার দুই স্পিনার কে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘সেইপ্পো এবং অ্যাশের (আগার) জন্য এটি চ্যালেঞ্জ হবে, তাদের অ্যাকশন একসাথে ধরে রাখা, পিচ থেকে একই জিপ করা বেশ কঠিন হতে চলেছে। ইনিংসের শুর♔ুতে ওরা যেꦰমন কার্যকারী। শেষের দিকে তেমনটা করতে পারছে কিনা সেটা দেখতে হবে।’
অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণ নিয়ে শ্রীধরন বলেন, ‘আমাদের পেসাররা নিজেদে🦩র কাজ সম্পর্কে ওয়াকিবহাল। কামিন্স বা হ্যাজেলউড, তারা তাদের দ্বিতীয় বা ত𓂃ৃতীয় স্পেলে ফিরে আসতে খুব ভালো পারে। এটাই তাদের আধুনিক খেলায় এগিয়ে রাখে। যেখানে আমাদের স্পিনাররা এতে অভ্যস্ত নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।