রেকর্ডের বিচারে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালের ১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন বিশ্ব ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চকে অলবিদা জানান তিনি। ভারতের ব্যাটিং লাইন আপ বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপ। কিন♒্তু সমৃদ্ধ ব্যাটꦑিং লাইন-আপে একজন প্রপার ফিনিশার ছিলেন ধোনি।তাঁর অবসরে ভারত সেই ফিনিশারের অভাব বোধ করবে বলে মনে করছেন মাইকেল হোল্ডিং।
প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য যত কঠিন হোক না কেন ধোনি ঠান্ডা মাথায় সেই লক্ষ্যমাত্রা তাড়া করতেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৭৫ রান তাড়া🌳 করতে নেমে ভারতের ব্যা🀅টিং দেখে হোল্ডিংয়ের মনে হয়েছে তিনি মিস করেছেন ধোনিকে।
নিজের ইউটিউব চ্যানেলে ক্যারিꦜবিয়ান পেসার বলেন, 'ভারতের জন্য রান তাড়া করা সবসময়ই কঠিন ছিল। একটি তারা সমস্যায় পড়বে তা হলো মহেন্দ্র সিং ধোনির অভাব। ভারতের ব্যাটিং অর্ডারের অর্ধেক আউট হলে ধোনি ক্রিজে আসত এবং সাধারণত সে রান তাড়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নিজের হাতে নিত। যখন ধোনি দলে ছিল তখন ভারত খুব ভালো রাꦕন তাড়া করত।' ধোনির অভাব যে কেউ পূর্ণ করতে পারবেন না, সেটা বলেও দিয়েছেন বর্তমান উইকেটকিপার ও ব্যাটসম্যান কেএল রাহুল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।