বার্সেলোনা ওপেনের প্রথম ম্যাচে তুল🍬নায় কষ্ট করে জিততে হল শীর্ষ বাছাই রাফায়েল নাদালকে। আনকোরা কোয়ালিফায়ারের বিরুদ্ধে প্🐼রথম সেটে হারতে হয় রাফাকে। যদিও ঘুরে দাঁড়িয়ে তিনি ম্যাচ জিতে নেন শেষমেশ।
অন্যদিকে ম্যাচ চলাকালীন লাইন জাজকে কটুক্তি করার দায়ে ইতালিয়ান তারকা ফ্যাবিও ফগনিনি🌼কে কোর্ট থেকে বার করে দেওয়া হয়।
নাদাল বিশ্বের ১১১ নম্বর বেলারুশিয়ান তারকা ইলিয়া ইভাশকার বিরুদ্ধে প্রথম সেট হারেন ৩-৬ গেমে। 𝓰পরের দু'টি সেট তিনি পকেটে পোরেন ৬-২, ৬-৪ গেমে। টুর্নামেন্টের ইতিহাসে এটি নাদালের সার্বিকভাবে ৬২তম ম্যাচ জয়।
ম্যাচের পর প্রতিপক্ষ🔯ের প্রশংসা করতে ভোলেননি নাদাল। তিনি বলেন, ‘ও অসাধারণ (ইলিয়া) খেলছে। সত্যিই অনবদ্য পর্যায়ের টেনিস খেলেছে ও। আমি ততটা ভালো খেলতে পারিনি। অন্তত শুরুর দিতে মোটেও ছন্দে ছিলাম না।’
অন্যদিকে স্পেনের জাপাতা মিরালেসের বিরুদ্ধে ০-৬, ৪-৪ সেটে পিছিয়ে ছিলেন ফগনিনি। ঠিক তখনই এক লাইন জাজ চেয়ার আম্পায়ারের কাছে অভিযোগ করেন যে, নবম বাছাই ফগনিনি গালিগালাজ করেছেন। ফলে চেয়ার আম্পায়ার বিশ্বের ২৭ নম্বর ইতালিয়ান তারকাকে কোর্ট ছাড়ার নিরཧ্দেশ দেন।
ফগনিনি কোর্টে নিজের ব়্যাকেট আছড়ে ভেঙে ফেলেন এবং রাগে গজগজ করতে করতে কোর্ট ছাড়েন। পরে তিনি স্প্যানিশ সংবাদমাধ্যমে বলেন, ‘আজ যা হয়েছে, তা বর্ণনা করা মুশকিল। আমি এর তদন্ত চাই। যে কাজটা করিনি, সেটার জন্য মূল্য চোকাꦦতে হয়েছে আমাকে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।