বেন স্টোকস ইনস্টাগ্রামে তাঁর ওডিআই থেকে অবসর ঘোষণা করে যে পোস্ট🅠 দিয়েছিলেন, তাতে বিরাট কোহলি অসাধারণ মন্তব্য করেছিলেন। কোহলি সোমবার স্টোকসের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন, ‘আমি যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে তুমিই সব থেকে বেশি টক্কর দিয়েছ। তোমায় শ্রদ্ধা জানাচ্ছি।’
কোহলির ইনস্টাগ্রাম মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে স্টোকস ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনকে স্কাই স্পোর্টস শোতে বলেছিলেন, ‘হ্যাঁ,🔜 বিরাট এখনও পর্যন্ত তিনটি ফর্ম্যাটেই সেরা খেলোয়াড়দের একজন।’
আরও পড়𝓰ুন: ‘শুধু বিজ্ঞাপনই করো’, কোহলির পোস্ট ঘিরে তুমুল ক্ষোভ উগরালেন ভক্তরা
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক কোহলির প্রতিযোগিতামূলক মানসিকতার প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে যত বার খেলেছেন, তত বারই তিনি সেটা উপভোগ করেছেন। স্টোকসের দাবি, ‘ও একꦆজন অসাধারণ খেলোয়াড়। আমি যত বারই ওর বিপক্ষে খেলেছি, তত বারই আমি উপভেগ করেছি। মাঠে ও যে রকম ছন্দে খেলে, স🍰ে বিষয়ে আমি ওর বিরুদ্ধে খেলা শুরু করার আগে থেকেই প্রশংসা করেছি। আমি নিশ্চিত যে আমরা মাঠে আরও কিছু লড়াই করব।’
আরও পড়ুনജ: আমি কোহলির নেতৃত্বে খেললে ভারত তিনটে বিশ্বকাপ জিতত, বিতর্কিতꦚ ক্রিকেটারের দাবি
সকলকে কিছুটা চমকে দিয়েই সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন স্টোকস। মঙ্গলবার একদিনের ক্রিকেটের শেষ ম্যাচ খেলবেন বলে জানিয়ে দে🔴ন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক।
টুইটারে স্টোকস লিখেছিলেন, ‘মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে নামতে চলেছি। তার পর এই ফরম্যাট থেকে আমি অবসর নেব। খুব কঠিন সিদ্ধান্ত। তবে ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমি মনে রাখব। একটা দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। সিদ্ধান্তটা নেওয়া কঠিন হলেও, সতীর্থদের এটা জানিয়ে দিতে চাই যে, এই ফরম্যাটে হয়তো এর পর থেকে ১০০ শতাংশ দিতে পারতাম না। ইংল্যান্ডের জার্সিতে কারওর খারাপ খেলার অধিকার নেই। তাই এমন সিদ্ধান্ত নিলাম। তবে টেস্টে ও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যা✤ব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।