ইডেনে বাংলার বিরুদ্ধে রঞ্জি ফাইনালের শুরুতেই দাপট দেখায় সৌরাষ্ট্র। জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়ার পেস জুটি শুরুতেই পরপর ধাক্কা দিয়ে বাংলা শিবিরকে কোণঠাসা করে। বিশেষ করে ন♌িজের প❀্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নিয়ে চেতন যে আঘাত হানেন বাংলা শিবিরে, তা সামলে ওঠা সহজ হয়নি মনোজদের পক্ষে।
ইডেনের ঘাসে ভরা পিচে পেসার💮দের জন্য সাহায্য রয়েছে, এটা বুঝে নিতে অসুবিধা হয়নি উনাদকাটের। সে কারণেই সৌরাষ্ট্র দলনায়ক টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাকে। জয়দেবের সিদ্ধান্ত যে কতটা সঠিক, সেটা বোঝা যায় ম্যাচের একেবারে শুরু🅠তেই।
ম্য়াচের প্রথম ওভারেই জয়দেব উনাদকাট সাজঘরে ফেরಞান বাংলার নির্ভরযোগ্য ওপেনার অভিমন্যু ঈশ্বরনকে। ওভারের পঞ্চম বলে শর্ট লেগ ফিল্ডার জয় গোহিলের হাতে ধরা পড়েন অভিমন্যু। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি ঈশ্বরন। বাংলা দলগত ১ রানে ১ উইকেট হারায়। অভিষেককারী সুমন্ত গুপ্তর সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন সুদীপ ঘরামি।
ঈশ্বরন ও সুদীপ ব্যাট হাতে বাংলার চলতি রঞ্জি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই ঈশ্বরন আউট হলেও সুদীপকে নিয়ে আশায় বুক বাঁধছিলেন বাংলার সমর্থকরা। তবে ম্যাচের দ্বিতীয় ওভারে ব𒈔ল করতে এসে চেতন সাকারিয়া বাংলা শিবিরকে এভাবে কোণঠাসা করবেন, সেটা অনুমান💜 করা মুশকিল ছিল।
১.২ ওভারে চেতনের আউট সুইং বলে ব্যাটের কানা 🏅লাগিয়ে স্লিপে শ🌞েল্ডন জ্যাকসনের হাতে ধরা পড়েন অভিষেককারী সুমন্ত গুপ্ত। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলা দলগত ১ রানে ২ উইকেট হারায়।
পরে সেই ওভারের চতুরꦑ্থ বলে চেতন সাজঘরে ফেরান সুদীপ ঘরামিকে। ১.৪ ওভারে চেতনের ইনসুইং বল ছেড়ে দিতে দিয়ে বোল্ড হন সুদীপ ঘরামি। যে বলে সুমন্তকে আউট করেন সাকারিয়া, সুদীপকে ফেরানোর ক্ষেত্রেও তিনি বল রাখেন ঠিক একই জায়গায়। তবে এবার বাইরে বেরিয়ে যাওয়ার বদলে বল ভিত♔রের দিকে ঢুকে আসে। জাজমেন্ট দিয়ে বোল্ড হন সুদীপ। ২ বল খেলে শূন্য রানে আউট হন ঘরামি। বাংলা দলগত ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।