ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে ইংল্যান্ডের নয় বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত স্কুল ছাত্রী। ভারতীয় বংশোদ্ভূত বোধনা শিবানন্দন দাবাতে ইতিহাস তৈরি করতে প্রস্তুত। কারণ বর্তমানে সে আন্তর্জাতিক স্তরে যে কোনও খেলায় ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে উঠেছেন। সেপ্টেম্বরে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে দাবা অলিম্পিয়াড, সেখানেই অংশ নেবে ইংল্যান্ডের মহিলা দল, এই দলেই রয়েছেন ৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত বোধনা শিবানন্দন। অর্থাৎ মাত্র ৯ বছর বয়সেই💖 ইংল্যান্ডের দাবা অলিম্পিয়াড টিমে জায়গা পেয়েছেন তিনি। দলের অন্য খেলোয়াড়দের বয়স যেখানে ২০ বছরের বেশি সেখানে উত্তর-পশ্চিম লন্ডন হ্যারোর বাসিন্দা বোধনা শিবানন্দনের এখন বয়স মাত্র নয় বছর।
বুধবার বিবিসিকে বোধন বলেন, ‘গতকাল স্কুল থেকে ফেরার পর আমার বাবা আমাকে বললে আমি বিষয়টি জানতে পারি। আমি আনন্দিত ছিলাম। আমি আশা করি আমি ভালো পারফর্ম করে আরেকটি শিরোপা পাব।’ 𓂃ইংল্যান্ড দাবা দলের ম্যানেজার ম্যালকম পেইন স্কুল ছাত্রী বোধনকে তার দেখা সবচেয়ে অসাধারণ ব্রিটিশ দাবা প্রতিভা হিসেবে বর্ণনা করেছেন। ম্যালকম পেইন বলেন, ‘এটি উত্তেজনাপূর্ণ - সে এখন পর্যন্ত সেরা ব্রি﷽টিশ খেলোয়াড়দের একজন হওয়ার পথে রয়েছে।’
বোধনার বাবা শিব শিবানন্দন বলেছিলেন যে তিনি এখনও ভাবছেন যে তাঁর মেয়ে এই প্রতিভা কোথা থেকে পেল। শিব বলেন, ‘আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, আমার স্ত্রীও ইঞ্জিনিয়ারিং স্নাতক কিন্তু আমি দাবাতে ভালো নই। বোধনা প্রথম কোভিড অতিমারী চলাকালীন লকডাউনে দাবা খেলতে শিখেছিল যখন শিবের বন্ধু ভারতে ফিরে যাচ্ছিল এবং তিনি তাদের কিছু ব্যাগ দিয়েছিলেন যাতে একটি দাবা বোর্ডও ছিল।’ বোধনা বলেন, ‘আমি দাবার ঘুটিতে আগ্রহী ছিলাম তাই আমি খেলতে শুরু করি।🦹’
আরও পড়ুন… T20 WC 2024-এ নিজের ♈ব্যর্থতা ঢাকতে൲ ‘ধর্মের কার্ড’ খেলছেন রিজওয়ান! পাক তারকার বড় অভিযোগ
এর আগেও ভারতীয় বংশোদ্ভূত বোধনা শিবানন্দন ইংল্যান্ডে অনন্য নজির গড়েছিলেন। এই ▨উঠতি দাবা খেলোয়াড় ইউরোপিয়ান ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং সেরা মেয়ে খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘সুপার ট্যালেন্টেড’ সেরা কিশোরী খেলোয়াড়ের মুকুট জিতেছিলেন এই ব্রিটিশ ভারতীয় স্কুলছাত্রী। গত ডিসেম্বরে, বোধনা ক্রোয়েশিয়ার জাগরেবে ইউরোপীয় ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং সেই সময়ে তাকে 'সুপার ট্যালেন্টেড' বলে অভিহিত করা হয়েছিল।
আরও পড়ুন… বাবরদের পাঁচটা ম্যাচে সুযোগ দাও, এর মধ্যে যদি ওরা নিজেদের না বদলায় তাহল𒊎ে.. রশিদ লতিফের হুঁশিয়ারি
গত বছর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে একজন আন্তর্জাতিক মাস্টারকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেছিলেন বোধনা শিবানন্দন। সেই সময়ে ইউরোপিয়ান র ্যাপিড অ্যান্ড ব্লিটজ জানিয়েছিল, ‘আট বছর বয়সি সুপার ট্যালেন্টেড বোধনা শিবানন্দন (ইংল্যান্ড, ১৯৪৪) ব্লিটজ প্রতিযোগিতায় বিস্ময়কর ফলাফল করেছে। ৮.৫/💛১৩ পয়েন্ট পেয়ে প্রথম মেয়ে হিসেবে পুরষ্কার জয় করেছে এবং ২১১.২ ব্লিটজ ইএলও পয়ে🉐ন্ট অর্জন করেছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।