ব্রাজিলে কোপা আমের🉐িকার আয়োজন নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে তিতের ছেলেদের। তবে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলতে রাজি হয়েছেন নেমারের দে𝓰শের ফুটবলাররা। বুধবার এই বিষয়ে সবুজ-সঙ্কেতও দিয়েছেন তাঁরা।
আসলে আর্জেন্তিনা কোপা খেলতে রাজি হওয়ার পরেই চাপে পড়ে গিয়েছিলের ব্রাজিলের ফুটবলাররা। তবে তাঁরা বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত প্যারা💝গুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের পরই নেবেন। প্যারাগুয়েকে হারানোর পরেই কোপায় অংশ নেওয়ার বিষয়ে সবুজ-সঙ্কেত দেয় ব্রাজিল।
দক্ষিণ আমে🅠রিকা ফুটবল কনফেডারেশন বা কনমেবলের উপর চূড়ান্ত বিরক্ত ব্রাজিল। তাও পেশাদার খেলোয়াড় হিসেবে দেশের প্রতি তাঁদের দায়িত্ব পালন করার জন্যই কোপায় খেলতে রাজি হয়েছেন নেমার, রবার্তো ফিরমিনোরা। এমনটাই দাবি তিতের দলের ফুটবলারদের।
ব্রাজিল ফুটবলারদের তরফে জানানো হয়েছে, ‘চিলিতে বা ব্রাজিলে যেখানেই কোপা আমেরিকা হোক না কেন, যে ভাবে কনমেবল এটা করার চেষ্টা করছে, সেটꦦা সঠিক পথ নয়। মানবিক বা পেশাদার, যে কোনও কারণেই আমরা পুরো বিষয়টা নিয়ে অসন্তুষ্ট।’ এর সঙ্গেই তাঁরা যোগ করেছেন, ‘আমরা কোপা আমেরিকা সংগঠকদের সিদ্ধান্তের বিরোধীতা করছি ঠিকই, তবে ব্রাজিলের জাতীয় দলকে না বলতে পা🌺রব না।’
আসলে করোনার জেরে দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে ব্রাজিলের অবস্থা সবচেয়ে খারাপ। করোনায় আক্রান্তের নিরিখে গোটা বিশ্বের মধ্যে আমেরিকা, ভারতের পরেই রয়েছে 𒆙ব্রাজিল। সে কারণেই ব্রাজিলে কোপা আমেরিকার আয়োজন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এর তীব্র প্রতিব💖াদ জানিয়েছিলেন ব্রাজিলের জাতীয় দলের ফুটবলাররা।
একেবারে প্রথমে আর্জেন্তিনা এবং ক🥂লম্বিয়ায় যৌথ ভাবে কোপা আমেরিকা আয়োজন করার কথা ছিল। তার পরে রাজনৈতিক কোনও কারণে কলম্বিয়ার বদলে শুধুমাত্র আর্জেন্তিনাকেই একক ভাবে এই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আর্জেন্তিনার করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ভেন্যু পাল্টানো হয়। কনমেবল সিদ্ধান্ত নেয়, ব্রাজিলে কোপার আয়োজন করা হবে। আর এর পর থেকেই তীব্র সমস্যা শুরু হয়।
আসলে করোনার জেরে ব্রাজিলের অবস্থাও খুব শোচনীয়। সে কারণেই ব্রাজিল ফুটবলাররা আপত্তি জানিয়েছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে। তবে ব্রাজিলের সম্মানের কথা ভেবেই কনমেবলের প্রতি তীব্র বিরক্তি নিয়েই শেষ পর্যন্ত কোপায় খেলতে রাজি হয়েছেন༺ নেমাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।