ওড়িশার বিরুদ্ধে হেরেও গ্রুপ শীর্ষে থেকে রঞ্জি ট্রফির নকআউটে জায়গা করে নিয়েছে বাংলা। কোয়ার্টার ফাইনালে বাংলার সামনে ঝাড়খন্ড। ম্যাচটি হবে ইডেনে। আর এই ম্যাচের জন্য দল ঘোষণা করল সিএবি। করণ লালের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন কাজি জুনাইদ সাফি। তরুণ ওপেনার। অনূর্ধ্ব-২৫ বাংলা দলের সদস্য। ঝাড়খন্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নাম🍎ার আগে তাঁর উপরেই ভরসা রাখলেন বাংলার নির্বাচকরা।
একের পর এক ম্যাচে বাংলার ওপেনিং জুটি ব্যর্থ। অভিমন্যু ঈশ্বরন ধারাবাহিকভাবে রান করে গেলেও তাঁর সঙ্গী ওপেনাররা কেউই রান করতে পারেননি। বারংবার বদলাতে হয়েছে ওপেনিং জুটি। কখনও নেওয়া হয়েছে অভিষেক দাসকে। আবার কখনও কৌশিক ঘোষকে। শেষ পর্যন্ত অলরাউন্ডার করণ লালকেও পরꦓীক্ষা করে দেখা হয়েছে। কোনও ব্যাটারই ওপেনার হিসেবে রান করতে পারেননি। গ্রুপ ম্যাচের পুরো সময় ধরে বাংলা খুঁজে বেরিয়েছে অভিমন্যুর সহযোগীকে।
৩১ জানুয়ারি ইডেনে ঝাড়খন্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলা। ধোনির রাজ্যের বিরুদ্ধে নক আউটে নামার আগে বাংলার দল ঘোষণা করা হল। সেই দলে জায়গা দেওয়া হয়েছ🍸ে কাজি জুনাইদ সফিকে। গ্রুপ ম্যাচের সাতটির মধ্যে একটিতেও জায়গা পাননি এই অলরাউন্ডার। তবে সেমিফ꧅াইনালে পৌঁছতে বাংলার তুরুপের তাস হতে চলেছেন সইফি। ওপেনিং জুটির সমস্যা কাটাতে এটাই শেষ পথ লক্ষ্মীরতনের কাছে। তিনি খেলবেন বলেও দলের তরফ থেকে জানানো হয়েছে। বাংলার হয়ে কয়েক বছর আগে অভিষেক হয় এই অলরাউন্ডারের। দুটি ম্যাচ খেলার পরে বাদ পড়েন দল থেকে।
প্রথমদিকে সেই ভাবে নজর কাড়তে পারেননি তিনি। তবে শেষ মরশুম থেকে ফর্মে রয়েছেন তিনি। সিকে নাইডু ট্রফিতে সেঞ্চুরি-সহ প্ಞরায় প্রত্যেকটি ম্যাচেই রান করেছেন। তবে সব ম্যাচে ওপেনার হিসাবে নয়, বিভিন্ন জায়গায় নেমেছেন তিনি। ১৭ নম্বর ক্রিকেটার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার দুর্গেশ দুবে।
বাংলার সম্ভাব্য প্রথম একাদশ প্রায় ঠিক হয়ে গিয়েছে বলে সিএবি সূত্রে খবর। ওপেনিং-এ অভিমুন্য ঈশ্বরন সঙ্গে কাজি। তিন নম্বরে সুদীপ ঘরামি। চারে অনুষ্টুপ মজুমদার। পাঁচ নম্বরে অধিনায়ক মনোজ তিওয়ারি। ছয় নম্বরে নামবেন দলে ফিরে আসা শাহবাজ আহমেদ। সাত নম্বরে উইকেটকিপার অভিষেক পোড়েল। ম্যাচে তিনজন জোরে বোলার খেলানো হবে বলে সূত্রের খবর। ইশান পোড়েল, আকাশ দীপের সঙ্গী হবেন প্রীতম চক্রবর্তী। চতুর্থ জোরে বলার ও অলরাউন্ডার হিসেবে খেলবেন ওড়িশা ম্যাচে অভিষেক ঘটানো আকাশ ঘটক। দল থেকে বাদ পড়বেন শুভঙ্কর বল। ইডেনের উইকেটে ঘাস থাকার কারণে তিনজন জোরে বলার খ𓆉েলাতে চাইছে বাংলার টিম ম্যানেজমেন্ট। তবে চূড়ান্ত দল নির্বাচন করা হবে ম্যাচের দিন সকালে উইকেটের চরিত্র দেখে।
উল্লেখ্য, সম্প্রতি শুরু হয়েছে🐟 ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েনꦛ্টি সিরিজ। সিরিজের দলে থাকার জন্য বাংলা পাচ্ছে না মুকেশ কুমারকে। অন্যদিকে একদিনের সিরিজ শেষ হওয়ায় বাংলার দলে ফিরে এসেছেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ। চোট অনেকটা কম হওয়ায় খেলবেন অনুষ্টুপ মজুমদার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।