শুভব্রত মুখার্জি:- সৌদি সুপার কাপ থেকে ছিটকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছিটকে গেল তাঁর ক্লাব আল নাসেরও। সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসেরকে হারতে হল আল হিলালের বিরুদ🌠্ধে। ম্যাচে লাল কার্ডও দেখলেন রোনাল্ডো। ফলে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকেই ছিটকে গেল আল নাসের।
ম্যাচের একেবারে শেষ দিকে এসে লাল কার্ডটি দেখেন রোনাল্ডো। ম্যাচের নির্ধারিত ৯০ ম❀িনিটের খেলা শেষ হতে বাকি ছিল কয়েক মিনিট। খেলা চলাকালীন বল যায় সাইডলাইনের বাইরে। সেই সময়ে বল নিয়ে কাড়াকাড়ির লেগে যায় দুই দলের ফুটবলারদের। একটা পর্যায়ে প্রতিপক্ষের ফুটবলারকে কনুই দিয়ে আঘাত করে বসেন সিআর সেভেন। ফলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় রোনাল্ডোকে।
ম্যাচে ১০ জনে হয়ে গিয়েও লড়াই ꦑচালিয়ে যায় আল নাসের। ১০ জন নিয়েই একটি গোলের ব্যবধানও কমিয়ে ফেলে আল নাসের। তবে শেষ পর্যন্ত ম্যাচ তারা জিততে পারেনি। সৌদি সুপার ক𒆙াপের সেমিফাইনালে সোমবার আল হিলালের কাছে ২-১ গোলে হেরে যেতে হয়েছে আল নাসেরকে।
ম্যাচে আগাগোড়া প্রাধান্য ছিল আল হিলালের। তবে খেলার গতির বিরুদ্ধে ম্যাচের ১৭তম মিনিটে গোলকিপ♓ারকে একা পেয়েও ক্রসবারের উপর দিয়ে বল উড়িয়ে দেন রোনাল্ডো। প্রথমার্ধের শেষ দিকে লিড নেয় আল নাসের। তাদের হয়ে ওটাভিও গোল করেন। কিন্তু অফ-সাইডের কার🐻ণে গোলটি বাতিল হয়।
বিরতিতে যাওয়ার সময়ে খেলার স্কোর ছিল ০-০। ম্যাচের🔯 ৬১তম মিনিটে সার্গেই মিলিনকোভিচ সাভিচের ফ্লিক থেকে গোল করেন দাউসারি। আল হ💃িলালকে গোল করে এগিয়ে দেন সালেম আল-দাউসারি। ৭২তম মিনিটে হেডে গোল করে আল হিলালের হয়ে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম।
২-০'তে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচের ৮৬তম মিনিটে রোনাল্ডো লাল কার্ড দেখেন। সাইডলাইনের বাইরে আলি আল-বুলাইহিকে কনুই দিয়ে গুঁতো দেন সিআর সেভেন। সঙ্গে সঙ্গে তিনি পড়ে যা𝓰ন। ফলে রেফারি লাল কার্ড দেখান রোনাল্ডোকে। ম্যাচের যোগ করা সময়ের নবম মিনিটে একটি গোল শোধ করে দেয় আল নাসের। গোল করেন সাদিও মানে। তবে মানের গোলে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। ম্যাচ হারতে হয় আল নাসেরকে। সৌদি সুপার কাপের ফাইনালে বৃহস্পতিবার আল হিলাল মুখোমুখি হবে প্রতিপক্ষ আল ইত্তিহাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।