নিতান্ত ছোটখাটো টার্গেট। তাই বলে ধীরে সুস্থে খেলার পথে হাঁটল না📖 শ্রীলঙ্কা। পাঁচ দলের লিগে নেট রান-রেট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে বুঝেই ঝড়ের গতিতে রান তুলে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা। এক্ষেত্রে ক্যাপ্টেন নিজেই দায়িত্ব নিয়ে ম্যাচ জেতালেন দলকে।
কমনওয়েলথ গেমসের কোয়ালিফায়ারে শ্রীলঙ্কার মেয়েরা ৯ উইকেট হারিয়ে দেয় কেনিয়াকে। কুয়ালা💛 লামপুরে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে পাঠায় কেনিয়াকে। নির্ধারিত ২০ ওভারে কেনিয়া ৬ উইকেটের বিনিময়ে ৮৭ রান তোলে।
ওপেনার কুইন্টর অ্যাবেল ৩৩ রান করেন। এছাড়া সারা ওয়েটোটো করেন ২৯ রান। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নেন রণবীরা, 🅷সচিনি নিশংসলা, কবিশা দিলহারি ও চামারি আতাপাত্তু।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার মেয়েরা ৯.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ক্যাপ্টেন চামারি ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৭ রান করে আউট হন। ২৬ রানে অপরাজিত থাকেন গুণরত্নে। ৬৩ বল বাকি 💧থাকতেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন চামারি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।