কাউন্টিতে থামানো যাচ্ছে না চেতেশ্বর পূজারাকে। যদ⛄িও ফের একবার সুনাম অনুযায়ী নিজেকে মেলে ধরতে ব্যর্থ স্টিভ স্মিথ। সাসেক্সের হয়ে চলতি মরশুমের প্রথম চার ম্যাচে ৩টি সেঞ্চুরি করেন পূজারা। এবার পঞ্চম ম্যাচে ব্যাট করতে নেমে তিনি অধিনাকোচিত হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন।
অন্যদিকে স্টিভ স্মিথ সাসেক্সের হয়ে নিজ𝓰ের প্রথম ম্যাচে ৩০ রান সংগ্রহ করেন। সেবার সেট হয়ে উইকেট দিয়ে আসেন তিনি। এবার চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে অজি তারকা আউট হন মাত্র ৩ র📖ান করে। ১৪টি বল স্থায়ী হয় তাঁর ইনিংস।
লেস্💖টারশায়ারের বিরুদ্ধে বৃষ্টির জন্ℱয ম্যাচের প্রথম দিনের খেলা ভেস্তে যায়। দ্বিতীয় দিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সাসেক্স। তারা দ্বিতীয় দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ৩১৯ রান সংগ্রহ করে।
পূজারা ১২৮ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ১৬টি চার মারেন। সুতরাং, পূজারা ৬৪ রান সংগ্রহ করেন বাউন্ডারির সাহায্যে। চেতেশ্বরের নেতৃত্বে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন স্মিথ। পূজারার হাফ-সেঞ্চুরি ছাড়া সাসেক্সের হয়ে দুর্দান্ত শতরান করেন টম আলসপ। তিনি ২৪১ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন। সতর্ক ইনিংসে মোট ১৪টি চার মেরেছেন ༒তিনি।
ব্যক্তিগত অ𝓰র্ধশতরান করে দ্বিতীয় দিনে অপরাজিত থাকেন জেমস কোলস। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৫৯ রান করেন। সেট হয়ে উইকেট দিয়ে আসেন দুই ওপেনার আꦡলি ওর ও টম ক্লার্ক। আলি ২০ ও ক্লার্ক ২৩ রান করে সাজঘরে ফেরেন।
লেস্টারের হয়ে উইয়ান মাল্ডার ২০ ওভারꦕে ৫২ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। পূজারার উইকেটটি তুলে নেন টম স্ক্রিভেন। এখনও উইকেট পাননি রেহান আহমেদ।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাঁর ম্যাচে চেতেশ্বর পূজারার ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. সাসেক্স বনাম ডারহ্যাম- ১১৫ ও ৩৫ রান
২. সাসেক্স বনাম ইয়র্কশায়ার- ১৮ ও ১৩ রান
৩. সাসেক্স বনাম গ্লস্টারশায়ার- ১৫১ রান
৪. সাসেক্স বনাম ওরচেস্টারশায়ার- ১৩৬ রান
৫. সাসেক্স বনাম লেস্টারশায়ার- ৭৭ (এখনও দ্বিতীয় ইনিংসে ব্♒যাট করেননি)।
উল্লেখ্য, চলতি দ্বিতীয় ডিভিশন কাউন্টি ﷽চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচের ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত সব থেকে বেশি ৫৪৫ রান সংগ্রহ করেছেন পূজারা। এ-পর্যন্ত আর কেউ ৪০০ রানের গণ্ডি ছুঁতে পারেননি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।