জয়ে ফিরেছে আর্জেন্তিনা। গিদো রদরিগেজের দারুণ হেডে উরুগুয়েকে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে লিওনেল মে🏅সির দল। গ্রুপ লিগের ম্যাচে ১-০ গোলে জিতে কোপাতে ফের ছন্দে এসেছে নীল সাদা ব্রিগেড। তাই শনিবার ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে দেখাল লিওনেল মেসিকে। ম্যাচের পরে বাথরুমে সতীর্থদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন তিনি। এই ধারা ধরে রাখতে বদ্ধ পরিকর আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি।
এদিনের ম্যাচ জিতে কোপাতে নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখ🅰ল আর্জেন্তিনা। এদিনের ম্যাচে দুরন্ত ফ🧸ুটবল খেলেছিলেন লিওনেল মেসি। ম্যাচের পরে দলের সতীর্থদের সঙ্গে একদম অন্য মেজাজে দেখা গেল মেসিকে। যেখানে মেসি বাথটবে বসে ছিলেন মেসি, এবং তাঁকে তাঁর সতীর্থরা ঘিরে রেখেছিলেন। এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন মেসি।
এদিনের ম্যাচের পরে আর্জেন্তিনার অ𒅌ন্যতম সেরা ফুটবলার অ্যাঞ্জেল ডি’মারিয়া জানান, ‘জয়ের জন্য যে ভাগ্যটুকু দরকার সেটাই আমরা পাচ্ছিলাম (সাম্প্রতিক সময়ে)। আজকে আমরা সেটা পেয়েছি এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যারা সবসময়ই কোপা আমেরিকার শিরোপার দাবিদার।’
ব্রাজিল নিয়ে বলতে গিয়ে ডি’মারিয়া বলেন, ‘ব্রা𒁃জিল অবশ্যই সেরা দল। আর্জেন্তিনাও সবꦛসময়ই ট্রফির দাবিদার, তবে ব্রাজিল খেলছে ঘরের মাঠে এবং সবকিছু খুব ভালো করছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের স্বপ্ন এখনও বেঁচে আছে। আশা করি, আমরা স্বপ্নকে সত্যি প্রমাণ করতে পারব।’
এদিনের ম্যাচের পরে রদরিগেজ জানান, তাঁরা এদিনের ম্যাচ যে কোনও প্রকারে জিততে চেয়েছিলেন। তাই প্রথমে গোল পেয়ে যাওয়ার পরে আর গোল করতে না গিয়ে রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করেন তাঁরা। সেই কারণেই গোল সংখ্যা বাড়েনি। তবে এদিনের জয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন তাঁরা। &nbꦿsp;
এদিনের জয়ের পরে ম্যাচের একমাত্র গোল স্কোরার রদরিগেজ জানান, ‘জয় আমাদের প্রাপ্য ছিল। আজকে আমরা চেষ্টা করেছি 🧸আরও আঁটসাঁট হয়ে খেলতে, আমাদের বিপক্ষে স্কোর করা যেন কঠিন হয়ে ওঠে। আমরা জানতাম, ওপরের দিকে আমাদের এমন সব দুর্দান্ত ফুটবলার আছে, যারা ম্যাচের যে কোনো সময় গোল আদায় করতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।