মরশুমের সিংহভাগ জুড়েই মিলেছে হতাশা। দলে ফুটবলারদের মধ্যে ঝামেলা, লিগ খেতাব হাতছাড়া, এমনকি পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লি🉐গে অংশগ্রহণ নিয়েও রয়েছে 💛আশঙ্কা। তবে এ সবের মাঝেই আটালান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া খেতাব নিজেদের নামে করল জুভেন্তাস।
গত বছর ফাইনালে খেতাব হাতছাড়া হয়েছিল, তাই এই বছর ট্রফি নিজেদের ঘরে ফেরাতে মরিয়া ছিলেন জুভেন্তাসের ফুটবলাররা। অপরদিকে গত ১০ ম্যাচে অপরাজিত থাকার সুবাদে আটালান্টাও প্রবল আত্মব🃏িশ্বাসে ভর করেই মাঠে নেমেছিল।
ম্যাচের শুরুতেই তিন মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়ে গেলেও তা কাজে লাগাতে পারেননি প্যালামিনো। শুরু থেকেই ম্যাচের রাশ হাতে তুলে নেয় আটালান্টা। তবে কিছুটা খেলার গতির বিপরীতেই ৩১ মিনিটে প্রতিআক্রমণে দুর্দান্ত গোল করে জুভেকে এগিয়ে দেন ডেয়ান কুলসেস্কি। তবে ১০ মিনিটের মধ্যেই রুসলান ম্যালেনস্ক🧸ির গোলে সমতা ফেরায় আটালান্টা।
দ্বিতীয়ার্ধেও দারুণ গতিতে চলতে থাকে খেলা। সেই কুলেসেস্কির ঠিকানা লেখা বল থেকেই বল থেকেই ম্যাচের ৭৩ মিনিটে আবারও বিয়ানকোনেরিকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। বারংবার চেষ্টা করেও গোলের দরজা খুলতে না পারায় ﷽রে🥃ফারির কিছু সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেয় বার্গামোর ক্লাবের ফুটবলাররা। আটালান্টা চেষ্টা করেও আর গোলশোধ করতে পারেনি। ম্যাচে নিজের ছাপ ছাড়তে ব্যর্থ হন রোনাল্ডো।
ম্যাচ জিতে ক্লাব ইতিহাসে ১৪ নম্বর বার কোপা ইতালিয়া ট্রফি ঘরে তুলল জুভে। তুরিনের ক্লাবের জার্সি গায়ে এটাই হয়ত কিংবদন্তি꧙ জিয়ানলুইজি বুঁফোর শেষ ম্যাচ। মরশুম শেষে ক্লাব ছাড়ার কথা তিনি আগেই জানিয়ে দিয়েছেন। তবে খেতাব জিতলেও চ্যাম্পিয়ান্স লিগꦕের যোগ্যতা অর্জনে মরশুমের শেষ ম্যাচে এখনও বেশ কসরত করতে হবে রোনাল্ডোদের। শেষ ম্যাচে সিরি এ-তে তাঁরা মুখোমুখি হবেন বোলোনিয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।