ভারোত্তলন থেকেই এল বার্মিংহ্যাম কমনওয়েলখ গেমসে ভারতের দ্বিতীয় পদক। ৫৫ কেজি বিভাগে সঙ্কেত সরগ🧸রের রুপো জয়ের পরে এবার ছেলেদের ৬꧂১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের গুরুরাজা পূজারি।
গুরুরাজা স্ন্যাচে ১১৮ কেজি ভার তোলেন। তিনি ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৫১ কেজি ভার। সব মিলিয়ে ২৬৯ কেজি ভার তুলে তৃতীয় স্থান দখল করেন গুরুরাজা। উল্লেখ্য, ৪ বছর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছিলেন☂ গুরুরাজ🧔া। এবারও খালি হাতে ফিরলেন না তিনি।
পূজারি ♋স্ন্য়াচের প্রথম প্রচেষ্টায় ১১৫ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১১৮ কেজি ভারোত্তলন করেন। তৃতীয় প্রচেষ্টায় ১২০ ক🀅েজি তোলার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
আরও পড়ুন:- সঙ্কেতেꦕর হাত ধরে বার্মিংহ্যামে প্রথম পদক জি🐟তল ভারত, চোট পেয়ে হাতছাড়া সোনা
ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় ১৪৪ কেজি ভার তোলেন গুরুরাজা। দ্বিতী🥀য় প্রচেষ্টায় তিনি ১৪৮ কেজি তোলেন। শেষ প্রচেষ্টায় ১৫১ কেজি ভার তুলে বাজিমাত করেন পূজারি।
গুরুরাজার পারফর্ম্যান্স:-
সব মিলিয়ে ২৮৫ কেজি ভার তুলে এই ইভেন্টে সোনা জেতেন মালয়েশিয়ার আজনিল মহম্মদ। ২৭৩ কেজি ভার তুলে রুপো জেতেন পাপুয়া ♒নিউ গিনির মোরেয়া বারু।
আরও পড়ুন:- CWG 2022: সঙ্কেতের রুপোজয়⭕ ভারতের জন্য ইতিবাচক সঙ্কেত, প্রধানমন্ত্রী বললেন দারুণ শুরু
উল্লেখ্য, এর আগে ছেলেদের ভারোত্তলনের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন ভারতের সঙ্কেত সরগর। তিনি 💮স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভার তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে সিলভার মেডেল গলায় ঝোলান সঙ্কেত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।