শুভব্রত মুখার্জি: দিল্লির জিমখানা স্টেডিয়ামে মার্চ মাসের শুরুতেই ডেভিস কাপের ওয়াল্ড গ্রুপ কো🎃য়ালিফায়ারে ভারত মুখোমুখি হবে ডেনমার্কের। মার্চ মাসের ৪ এবং ৫ তারিখ দুদিন ধরে ভারতীয় টেনিস তারকারা লড়াই চালাবেন ডেনমার্কের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। করোনা আবহে আসন্ন টাইয়ের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় দল। এমন আবহে ভারতের সুযোগ সম্ভাবনা সহ সমস্ত বিষয় নিয়ে বিশ্লেষণ করলেন কিংবদন্তি বিজয় অমৃতরাজ, রমেশ কৃষ্ণানরা।
প্রসঙ্গত ডেভিস কাপ ইতিহাসে ভারত তিনবার ফাইনালে ইতিমধ্যেই খেলে ফেলেছে। ১৯৬৬, ১৯৭৪ এবং ১৯৮৭ সালে ভারতীয় দল ফাইনালে পৌঁছলেও তিনবারেই রানার্স আপ হয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই বিষয়ে বলতে গিয়েই কিংবদন্তি বিজয় অমৃতরাজ জানালেন '২০ বছর বয়সি হিসেবে আমি সবসময় দেশের হয়ে ডেভিস কাপে খেলতে মুখিয়ে থাকতাম। ১৯৬৮ সালের পরে ওপেন এরাতে আমরা দুবার ডেভিস কাপের ফাইনালেও খেলেছি। আমি মনে করি সেই জায়গাটায় আমাদের আবার ফিরে যাওয়ার সময় এসেছে। যে কোনও কারণেই হোক ডেভিস কাপে আমরা ম্যাচ 🐟হেরেছি। ৭০ দশকে প্রথম দিকে টেনিস কিন্তু যুগান্তকারী খেলা ছিল।'
অপর কিংবদন্তি টেনিস খেলোয়াড় রমেশ কৃষ্ণানের মতে 'ডেভিস কাপের ফ্লেভারটাই এখন পরꦿিবর্তন হয়ে গেছে। সেটা বলার পাশাপাশি এটাও বলতে হয় ট্রাডিশনাল ডেভি♑স কাপের সেই জায়গাটা এখনও রয়ে গিয়েছে। ভারতে আমরা সবসময় ডেভিস কাপকে আলাদা একটা গুরুত্ব দিয়েছি।'
ডেনমার্কের বিরুদ্ধে ভারতীয় ডেভিস কাপ দলে থাকা সাকেত মাইনেনি জানালেন 'দীর্ঘদিন পরে ঘরের মাঠে ডেভিস কাপটাই খেলার বিষয়ে আমরা মুখিয়ে রয়েছি। হোম কোর্টের অ্যাডভান্টেজ, ঘরের সমর্থকদের সাপোর্টকে কাজে লাগাতে আমর🤪া তৈরি। আমরা আক্রমণাত্মক টেনিস খেলব। ডেনমার্ক দলের বিরুদ্ধে আমরা আমাদের স𝔉েরাটা উজাড় করে দেব।'
বিজয় অমৃতরাজ ডেভিস কাপের স্মৃতিচারণা করতে গিয়ে জানান '১৯৮৭ সালের ফাইনালে আমরা সুইডেনের কাছে ৫-০ হেরেছিলাম। যদিও ওই ফাইনালটা আমাদের কাছে সবসময় স্পেশাল। কারণ সেবার সেমিফাইনালে আমরা পিছিয়ে থেকেও ৩-২ ফলে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। ওই ম্যাচের পরে সকলে আমাদের বিষয়ে জানতে উৎসুক হয়ে ছিল। কলকাতায় ১৫-২০ দর্শকদের ওইভাবে দেশের হয়ে গলা ফাটানোটা আমি কোনদিন ভুলব না। ভারতীয় দলকে ডেনম♈ার্কের বিরুদ্ধে টাইতে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি ঘাসের কোর্টে ডেনমার্ক𓆏ের বিরুদ্ধে ভারতীয় দল ডেভিস কাপে ফেভারিট।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।